হোম > জাতীয়

বন্ধই থাকছে পোশাক কারখানা, বিধিনিষেধের বাইরে যেসব খাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দেশে করোনাভাইরাসের বিস্তার রোধে ২৩ জুলাই থেকে ফের শুরু হচ্ছে সরকার ঘোষিত বিধিনিষেধ। তবে এ বিধিনিষেধের আওতা বহির্ভূত থাকবে খাদ্য, কোরবানির পশুর চামড়া এবং ওষুধ ও অক্সিজেন উৎপাদনকারী শিল্প।

আজ সোমবার মন্ত্রিপরিষদের এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, খাদ্য ও খাদ্যদ্রব্য উৎপাদন ও প্রক্রিয়াজাতকরণ মিল-কারখানা; কোরবানির পশুর চামড়া পরিবহন, সংরক্ষণ এবং ওষুধ, অক্সিজেন ও কোভিড-১৯ প্রতিরোধে ব্যবহারের জন্য প্রয়োজনীয় দ্রব্য উৎপাদনকারী শিল্প বিধি-নিষেধের আওতা বহির্ভূত থাকবে।

এর আগে ১৩ জুলাই সরকার এক প্রজ্ঞাপন জারি করে ১৪ জুলাই মধ্যরাত থেকে চলমান বিধিনিষেধ শিথিল করার ঘোষণা দিয়েছে। ২৩ জুলাই থেকে আবার কঠোর লকডাউন শুরু হবে বলে ওই প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

কোরবানি ঈদে মানুষের চলাচল ও পশুহাটে কেনাবেচার কথা বিবেচনায় নিয়ে সরকার বিধিনিষেধ শিথিলের সিদ্ধান্ত নেয়। বিধিনিষেধে সরকারি অফিস ভার্চ্যুয়ালি চলার কথা বলা হলেও বেসরকারি অফিস বন্ধ রাখার কথা বলা হয়েছে।

২৩ জুন থেকে হওয়া বিধিনিষেধে শিল্পকারখানাও বন্ধ থাকবে বলে উল্লেখ করা হয়েছে। তবে এ সময় গার্মেন্টস কারখানা খোলার রাখার জন্য সরকারের প্রতি আহ্বান জানান গার্মেন্ট মালিকেরা।

বিজিএমইএর সহ–সভাপতি শহীদুল্লাহ আজিম সোমবার আজকের পত্রিকাকে বলেন, আমরা ১ আগস্ট থেকে স্বাস্থ্যবিধি মেনে পোশাক কারখানা খোলা রাখার জন্য সরকারকে বলেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে আমরা এ বিষয়ে কোন সিদ্ধান্ত পাইনি। অর্থাৎ পরবর্তী সরকারি সিদ্ধান্ত না আসা পর্যন্ত পোশাক কারখানা বন্ধ থাকবে। তিনি বলেন, এ ব্যাপারে সরকার যে সিদ্ধান্ত দেব আমরা তা মেনে চলব।

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির