হোম > জাতীয়

অবসরে গেলেন অতিরিক্ত আইজি মতিউর রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আজ বৃহস্পতিবার অতিরিক্ত আইজি মো. মতিউর রহমানকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়। ছবি: আজকের পত্রিকা

বাংলাদেশ পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক (গ্রেড-১) ও প্রশাসন শাখার প্রধান মো. মতিউর রহমান শেখ বর্ণাঢ্য কর্মজীবনের ইতি টানলেন। প্রায় ৩৪ বছরের পেশাগত জীবনের পর তিনি অবসরে যাচ্ছেন।

এ উপলক্ষে আজ বৃহস্পতিবার বিকেলে পুলিশ হেডকোয়ার্টার্সের ‘হল অব প্রাইডে’ এক বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ মহাপরিদর্শক বাহারুল আলম।

অনুষ্ঠানে অতিরিক্ত আইজিরাসহ ঢাকার পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধান এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। তাঁরা বিদায়ী কর্মকর্তার কর্মময় জীবনের নানা দিক তুলে ধরে স্মৃতিচারণা করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বাহারুল আলম বলেন, ‘বাংলাদেশ পুলিশের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব পালনকালে মতিউর রহমান শেখ নিষ্ঠা ও দক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তাঁর অবদান পুলিশ বাহিনীর অগ্রগতিতে অনস্বীকার্য।’ তিনি বিদায়ী এই পুলিশ কর্মকর্তার সুস্থ, সুন্দর ও সফল ভবিষ্যৎ কামনা করেন।

নিজ বক্তব্যে অতিরিক্ত আইজি মো. মতিউর রহমান শেখ পেশাগত জীবনে সব সহকর্মীর সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উল্লেখ্য, ১৯৯১ সালের ২০ জানুয়ারি সহকারী পুলিশ সুপার (এএসপি) হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন মো. মতিউর রহমান শেখ। দীর্ঘ কর্মজীবনে তিনি খাগড়াছড়ি, রাজবাড়ী, বগুড়া ও কক্সবাজার জেলায় পুলিশ সুপার হিসেবে দায়িত্ব পালন করেন। পরে সিআইডির প্রধান হিসেবে অতিরিক্ত আইজি পদেও দায়িত্ব পালন করেন তিনি। সর্বশেষ তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে অতিরিক্ত আইজি (প্রশাসন) পদে কর্মরত ছিলেন।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান