হোম > জাতীয়

নতুন ডিজিএফআই প্রধান তাবরেজ শামস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে সেনাবাহিনীর সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। 

আজ রোববার সেনাসদরের এক আদেশে এ তথ্য জানা যায়। 

গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে কিউএমজি হিসেবে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় থেকে তাঁর পদোন্নতি কার্যকর হবে। গত ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাসদরের কিউএমজি ছিলেন। 

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদায়ন করা হয়েছে দেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষ পদে।

সাইফুল আলম ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্বে ছিলেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের সাইফুল ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী ক্যাডেট। 

ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের আগে কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন।

প্রার্থিতা ফিরে পেলেন আরও ১৮ জন

বাংলাদেশকে ভালো থাকতে হলে বেগম খালেদা জিয়ার অস্তিত্বকে ধারণ করতে হবে: আসিফ নজরুল

ভোটকেন্দ্র সংস্কারে ৬ কোটি টাকা বরাদ্দ পেল ৯৪৭ প্রতিষ্ঠান

পাবনা-১ ও ২ আসনে নির্বাচনের নতুন তফসিল

যুক্তরাজ্যে সহকারী হাইকমিশনে নিয়োগ পেলেন ওসমান হাদির ভাই ওমর

বাংলাদেশকে বদলাতে চাইলে গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে দাঁড়াবেন: আদিলুর রহমান খান

নির্বাচন নিয়ে কোনো শঙ্কা নেই, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে ভোট হবে: শফিকুল আলম

আজ পবিত্র শবে মেরাজ

জাতীয় নিরাপত্তা উপদেষ্টার ওয়াশিংটন সফর: শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক

তিন নির্বাচন নিয়ে প্রতিবেদন: পরিকল্পনা করেই রাজনৈতিক দলের নিবন্ধন দিয়েছিল ইসি