হোম > জাতীয়

নতুন ডিজিএফআই প্রধান তাবরেজ শামস

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক মেজর জেনারেল মো. সাইফুল আলমকে সেনাবাহিনীর সেনাসদরের কোয়ার্টার মাস্টার জেনারেল (কিউএমজি) হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তাঁর জায়গায় দায়িত্ব পেয়েছেন মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী। 

আজ রোববার সেনাসদরের এক আদেশে এ তথ্য জানা যায়। 

গত বছরের ফেব্রুয়ারির শেষ সপ্তাহ থেকে ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পালন করছিলেন মেজর জেনারেল মো. সাইফুল আলম। লেফটেন্যান্ট জেনারেল হিসেবে পদোন্নতি দিয়ে তাঁকে কিউএমজি হিসেবে পদায়ন করা হয়েছে। দায়িত্ব গ্রহণের সময় থেকে তাঁর পদোন্নতি কার্যকর হবে। গত ২৪ জুন সেনাপ্রধানের দায়িত্ব নেওয়ার আগে জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ সেনাসদরের কিউএমজি ছিলেন। 

সেনাবাহিনীর ১০ পদাতিক ডিভিশনের দায়িত্বে থাকা মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরীকে পদায়ন করা হয়েছে দেশের অন্যতম প্রধান গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের শীর্ষ পদে।

সাইফুল আলম ডিজিএফআইয়ের মহাপরিচালক হওয়ার আগে বগুড়ায় সেনাবাহিনীর একাদশ পদাতিক ডিভিশনের দায়িত্বে ছিলেন। তার আগে ৭ পদাতিক ডিভিশনের জিওসি এবং বরিশালের এরিয়া কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন। বাংলাদেশ মিলিটারি অ্যাকাডেমির চতুর্দশ লং কোর্সের সাইফুল ‘সোর্ড অব অনার’ ও ‘একাডেমিক গোল্ড মেডেল’ বিজয়ী ক্যাডেট। 

ডিজিএফআইয়ের মহাপরিচালকের দায়িত্ব পাওয়া মেজর জেনারেল আহমেদ তাবরেজ শামস চৌধুরী ১০ পদাতিক ডিভিশনের আগে কক্সবাজার এরিয়া কমান্ডারের দায়িত্ব পালন করেন।

রেলপথ, ইঞ্জিনসহ সম্পদের ক্ষতিসাধন থেকে বিরত থাকার আহ্বান

৪ আইন কর্মকর্তার নিয়োগ বাতিল

মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বাড়ছে না: ইসি সচিব

পোস্টাল ভোটের নিবন্ধন সাড়ে ৯ লাখ ছাড়াল

যত বড় অপরাধীই হোক, পিটিয়ে মারা গ্রহণযোগ্য নয়: ধর্ম উপদেষ্টা

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে