হোম > জাতীয়

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বর্ধমান জেলার কাঁকসা থানার মিলেপাড়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেপ্তার করে। 

বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরেক জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে কলেজপড়ুয়া একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পশ্চিম বর্ধমানের কাঁকসায় মিরেপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে জঙ্গিযোগের একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।

হাবিবুল্লাহ শেখ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিবাদ সংগঠন আনসার আল ইসলাম আল কায়েদার হয়ে কাজ করতেন বলে অভিযোগের কথা জানিয়েছে সেখানকার পুলিশ। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, হাবিবুল্লার শেখ বিআইপি নামে একটি ম্যাসেজিং প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষায় যোগাযোগ রাখতেন। তাঁর প্রধান কাজ ছিল রাজ্য থেকে যুবকদের এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা। হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুল্লাহ মেধাবী ছাত্র। সবার বিপদে-আপদে পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমন খবরে তাঁরা বিস্মিত।

বরিশাল, ময়মনসিংহ ও রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ গঠন

তিন শ্রেণির আদালত-ট্রাইব্যুনালকে বিশেষ আদালত ঘোষণা

বাহরাইনে পোস্টাল ব্যালটের ভাইরাল ভিডিওর যে ব্যাখ্যা দিলেন ইসি সচিব

রামগড়ে পাহাড় কাটা বরদাশত করা হবে না, দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ নৌপরিবহন উপদেষ্টার

নির্বাচন ঘিরে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়াতে ‘অন-অ্যারাইভাল ভিসা’ বন্ধ: পররাষ্ট্র উপদেষ্টা

৪৩৪ কোটি টাকা আত্মসাৎ: পি কে হালদারসহ ৩৫ জনের বিরুদ্ধে ১২ মামলা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির সৌজন্য সাক্ষাৎ

‎বিদেশে পালিয়ে থাকাদের হুমকির কোনো ভ্যালু নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

আচরণবিধি লঙ্ঘন, মামুনুল হককে শোকজ

দুদকের জিজ্ঞাসাবাদের মুখে সংস্থার সাবেক কমিশনার জহুরুল