হোম > জাতীয়

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বর্ধমান জেলার কাঁকসা থানার মিলেপাড়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেপ্তার করে। 

বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরেক জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে কলেজপড়ুয়া একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পশ্চিম বর্ধমানের কাঁকসায় মিরেপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে জঙ্গিযোগের একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।

হাবিবুল্লাহ শেখ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিবাদ সংগঠন আনসার আল ইসলাম আল কায়েদার হয়ে কাজ করতেন বলে অভিযোগের কথা জানিয়েছে সেখানকার পুলিশ। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, হাবিবুল্লার শেখ বিআইপি নামে একটি ম্যাসেজিং প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষায় যোগাযোগ রাখতেন। তাঁর প্রধান কাজ ছিল রাজ্য থেকে যুবকদের এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা। হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুল্লাহ মেধাবী ছাত্র। সবার বিপদে-আপদে পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমন খবরে তাঁরা বিস্মিত।

অনুসন্ধান ও তদন্তের জট কাটাতে দুদকে ১৫টি বিশেষ টাস্কফোর্স

ইউনূস-টুর্ক ফোনালাপ: নির্বাচনে ভুয়া তথ্য ঠেকাতে সহায়তার আশ্বাস

জামায়াত আমিরের নিরাপত্তায় অস্ত্রধারী দেহরক্ষী, বাসভবনে পুলিশ

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেছে ১০০৮ শিশুর: রোড সেফটি ফাউন্ডেশন

উত্তরায় গ্যাস সরবরাহ বন্ধ, কারণ জানাল তিতাস

চতুর্থ দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৩ জন

৭টি দেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ৩২৮টি অ্যাপার্টমেন্ট-বাড়ি-দোকান, কোন দেশে কত

বিজয় দিবসে প্যারাস্যুট জাম্প: গিনেস ওয়ার্ল্ড রেকর্ডসে বাংলাদেশের নতুন অর্জন

বিদেশে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের ১৮২৪ কোটি টাকার সম্পদ ক্রোকের আদেশ

নিকাব নিয়ে ‎বিএনপি নেতা মোশাররফের বক্তব্যের প্রতিবাদে জবি ছাত্রী সংস্থার মানববন্ধন