হোম > জাতীয়

পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে আনসার আল ইসলামের সদস্য গ্রেপ্তার

কলকাতা সংবাদদাতা

ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান থেকে বাংলাদেশে নিষিদ্ধ জঙ্গি সংগঠন ‘আনসার আল ইসলামের’ এক সদস্যকে গ্রেপ্তার করেছে পশ্চিমবঙ্গ পুলিশ। বর্ধমান জেলার কাঁকসা থানার মিলেপাড়া থেকে পশ্চিমবঙ্গ পুলিশের স্পেশাল টাস্কফোর্স তাঁকে গ্রেপ্তার করে। 

বর্ধমান জেলা পুলিশ সূত্রে জানা গেছে, বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন শাহাদাত মডিউলের আরেক জঙ্গিগোষ্ঠী আনসার আল ইসলামে যুক্ত থাকার অভিযোগে মোহাম্মদ হাবিবুল্লাহ শেখ নামে কলেজপড়ুয়া একজনকে গ্ৰেপ্তার করা হয়েছে। তিনি কম্পিউটার সায়েন্স বিষয়ে দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। পশ্চিম বর্ধমানের কাঁকসায় মিরেপাড়ায় তাঁর নিজের বাড়ি থেকে গ্ৰেপ্তার করা হয়েছে। তাঁর বাড়ি থেকে জঙ্গিযোগের একাধিক নথিপত্র উদ্ধার করা হয়েছে।

হাবিবুল্লাহ শেখ বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গিবাদ সংগঠন আনসার আল ইসলাম আল কায়েদার হয়ে কাজ করতেন বলে অভিযোগের কথা জানিয়েছে সেখানকার পুলিশ। 

পুলিশ সূত্রে আরও জানা গেছে, হাবিবুল্লার শেখ বিআইপি নামে একটি ম্যাসেজিং প্ল্যাটফর্মে সাংকেতিক ভাষায় যোগাযোগ রাখতেন। তাঁর প্রধান কাজ ছিল রাজ্য থেকে যুবকদের এই জঙ্গি সংগঠনের সঙ্গে যুক্ত করা। হাবিবুল্লার বিরুদ্ধে ভারতীয় দণ্ডবিধি অনুযায়ী মামলা রুজু করা হয়েছে। 

স্থানীয়রা জানিয়েছেন, হাবিবুল্লাহ মেধাবী ছাত্র। সবার বিপদে-আপদে পাশে এসে দাঁড়ান। তাঁর সঙ্গে জঙ্গি সংগঠনের যোগ রয়েছে, এমন খবরে তাঁরা বিস্মিত।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’