হোম > জাতীয়

অবসর ভাতাসহ প্রবাসীদের স্বার্থে ৯ দফা দাবি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

প্রবাসীদের মানবাধিকার রক্ষা ও তাঁদের নিরাপত্তা রক্ষার স্বার্থে ৯ দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশন।

আজ সোমবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে ‘হাসিনা কর্তৃক গুম, খুন, গণহত্যার প্রতিবাদ’ শীর্ষক আলোচনায় এ দাবি উত্থাপন করা হয়।

আন্তর্জাতিক প্রবাসী মানবাধিকার ফাউন্ডেশনের সভাপতি এইচ এম মনিরুজ্জামান লিখিত বক্তব্যে নয় দফা দাবি উপস্থাপন করেন।

দাবিগুলো মধ্যে রয়েছে:
১. দেশের জনসংখ্যার আনুপাতিক হারে ২ কোটি প্রবাসীদের পক্ষে সংসদে কথা বলার জন্য প্রতিনিধিত্বকারী সংসদ সদস্য রাখতে হবে, তাঁরা যেন সংসদে তাৎক্ষণিকভাবে প্রবাসীদের সমস্যাগুলো উত্থাপন এবং সমাধান করতে পারে। 
২. প্রবাসে মারা যাওয়া প্রত্যেক প্রবাসীর মৃতদেহ বিনা খরচে দ্রুত দেশে আনতে হবে। 
৩. প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সম্মান দিতে হবে। 
৪. সিন্ডিকেট ভেঙে নতুন ভিসার দাম কমাতে হবে এবং বিমান টিকিটের দাম কমিয়ে আনতে হবে। 
৫. প্রবাসীর পরিবারের নিরাপত্তা দিতে হবে এবং প্রবাসে থাকা ব্যক্তিদের জমি-জমা দখল বন্ধ করতে হবে। 
৬. প্রবাসীরা ১২ বছর পর অবসরে গেলে তাঁদের অবসর ভাতা দিতে হবে। 
৭. সব প্রবাসীকে প্রবাসী স্মার্ট কার্ড করে দিতে হবে। 
৮. প্রবাসীদের জন্য উন্নত চিকিৎসা সেবার ব্যবস্থা করতে হবে। 
৯. শর্তহীনভাবে প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে প্রবাসীদের ঋণ দিতে হবে। 

আলোচনা সভায় আয়োজকেরা দুবাইতে আটকৃত প্রবাসীদের মুক্তির দাবি জানান। একই সঙ্গে অন্তর্বর্তীকালীন সরকারের কাছে তাদের নিরাপত্তা ও সুরক্ষার নিশ্চিত করার দাবি জানানো হয়।

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা