ঢাকা সেনানিবাসে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্যাপন করা হয়েছে। আজ শুক্রবার সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের মহাপরিচালক এয়ার কমোডর এস এম মুয়িদ হোসেন কবুতর উড়িয়ে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবসের উদ্বোধন করেন। আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, এ উপলক্ষে শুক্রবার সকালে সশস্ত্র বাহিনী বিভাগের প্রশিক্ষণ পরিদপ্তরের তত্ত্বাবধানে ঢাকা সেনানিবাসের বিমানবাহিনী ঘাঁটির বঙ্গবন্ধু খেলার মাঠে জগিং ও র্যালির আয়োজন করা হয়। র্যালিটি বিমানবাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু খেলার মাঠ থেকে শুরু হয়ে স্ট্যাটিক সিগন্যাল ব্যাটালিয়ন-এফসি (আর্মি)-জিয়া কলোনি-আইএসএসবি গেট হয়ে বিএএফ শাহিন কলেজ কুর্মিটোলা মাঠে এসে শেষ হয়। এতে সেনা, নৌ ও বিমানবাহিনীর বিভিন্ন পদবির বিপুলসংখ্যক সদস্য অংশগ্রহণ নেয়।
আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থার সদস্য হিসেবে বাংলাদেশ এই প্রথমবারের মতো আন্তর্জাতিক সামরিক ক্রীড়া দিবস উদ্যাপন অনুষ্ঠানের আয়োজন করে। অলিম্পিক অ্যাসোসিয়েশনের পরেই পৃথিবীর অন্যতম ক্রীড়া সংগঠন হচ্ছে আন্তর্জাতিক সামরিক ক্রীড়া সংস্থা। বাংলাদেশসহ বিশ্বের বিশ্বের ১৪০টি দেশ এ সংগঠনের সদস্য।