হোম > জাতীয়

সন্তানের জিম্মা চান আমেরিকান বাবা, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই সন্তানের জিম্মা নিয়ে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ে মায়ের কাছে থাকা বড় সন্তানের সঙ্গে সপ্তাহে দুই দিন সুবিধাজনক স্থানে তাদের বাবা সাক্ষাৎ করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ পারিবারিক আদালতকে এই নির্দেশ দেন।

শিশুদের মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার সজীব মাহমুদ।

ব্যারিস্টার কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সন্তানের বিষয়ে আগে কোনো আদেশ ছিল না এবং সোমবারও কোনো আদেশ দেওয়া হয়নি।’

গ্যারিসনের রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ নভেম্বর হাইকোর্ট দুই শিশুসহ হাজির হতে ফারহানাকে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে গত ২৮ নভেম্বর শিশুদের নিয়ে হাজির হন মা। ওই দিন ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবা গ্যারিসন সময় কাটাতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট।

আর ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় বিষয়টি সোমবার শুনানির জন্য আসে।

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক

স্বাধীন সাংবাদিকতায় বিশ্বাস করলে সরকারই সবচেয়ে লাভবান হবে: মাহ্‌ফুজ আনাম

নির্বাচিত সরকার এলেই সাংবাদিকেরা সব পেয়ে যাবেন, এমন ভাবার কারণ নেই: মতিউর রহমান