হোম > জাতীয়

সন্তানের জিম্মা চান আমেরিকান বাবা, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই সন্তানের জিম্মা নিয়ে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ে মায়ের কাছে থাকা বড় সন্তানের সঙ্গে সপ্তাহে দুই দিন সুবিধাজনক স্থানে তাদের বাবা সাক্ষাৎ করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ পারিবারিক আদালতকে এই নির্দেশ দেন।

শিশুদের মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার সজীব মাহমুদ।

ব্যারিস্টার কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সন্তানের বিষয়ে আগে কোনো আদেশ ছিল না এবং সোমবারও কোনো আদেশ দেওয়া হয়নি।’

গ্যারিসনের রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ নভেম্বর হাইকোর্ট দুই শিশুসহ হাজির হতে ফারহানাকে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে গত ২৮ নভেম্বর শিশুদের নিয়ে হাজির হন মা। ওই দিন ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবা গ্যারিসন সময় কাটাতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট।

আর ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় বিষয়টি সোমবার শুনানির জন্য আসে।

ওয়াশিংটন সফরে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা, যা আলোচনা হলো মার্কিনদের সঙ্গে

সংসদ নির্বাচন: উদ্বেগ বাড়াচ্ছে পুলিশের লুট হওয়া ১ হাজার ৩৩৫ অস্ত্র

সংসদ নির্বাচন হলফনামার তথ্য: অস্ত্রের মালিক ১৫৩ প্রার্থী

শেখ মুজিবুর রহমান হলের নাম শহীদ ওসমান হাদি হল করার সুপারিশ

নির্বাচন পর্যবেক্ষণে ভারত-পাকিস্তানসহ যেসব দেশ ও সংস্থাকে আমন্ত্রণ জানাল ইসি

এজেন্ট নিয়োগ, জাল ভোট ও সন্ত্রাস দমনে কঠোর নির্দেশনা ইসির

আইসিটির শ্বেতপত্র: একই ধরনের প্রকল্প বারবার, বিপুল লুট

যুক্তরাষ্ট্রের ভিসা বন্ড থেকে বাংলাদেশের অব্যাহতির চেষ্টা করব: তৌহিদ হোসেন

তরুণ অফিসাররা র‍্যাব থেকে এমন চরিত্র নিয়ে ফিরত যেন পেশাদার খুনি: ইকবাল করিম ভূঁইয়া

এনআইডি সংশোধন কার্যক্রম চলতি মাসেই চালু হচ্ছে