হোম > জাতীয়

সন্তানের জিম্মা চান আমেরিকান বাবা, ৬ মাসের মধ্যে মামলা নিষ্পত্তির নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

দুই সন্তানের জিম্মা নিয়ে আমেরিকান বাবা গ্যারিসন লুটেল ও বাংলাদেশি মা ফারহানা করিমের মামলা ছয় মাসের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। এই সময়ে মায়ের কাছে থাকা বড় সন্তানের সঙ্গে সপ্তাহে দুই দিন সুবিধাজনক স্থানে তাদের বাবা সাক্ষাৎ করতে পারবেন বলে আদেশ দেওয়া হয়েছে।

আজ সোমবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ পারিবারিক আদালতকে এই নির্দেশ দেন।

শিশুদের মা ফারহানা করিমের পক্ষে ছিলেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। আর গ্যারিসনের পক্ষে ছিলেন আইনজীবী ফাওজিয়া করিম ফিরোজ ও ব্যারিস্টার সজীব মাহমুদ।

ব্যারিস্টার কাজল আজকের পত্রিকাকে বলেন, ‘ছোট সন্তানের বিষয়ে আগে কোনো আদেশ ছিল না এবং সোমবারও কোনো আদেশ দেওয়া হয়নি।’

গ্যারিসনের রিটের পরিপ্রেক্ষিতে গত বছরের ২০ নভেম্বর হাইকোর্ট দুই শিশুসহ হাজির হতে ফারহানাকে নির্দেশ দিয়েছিলেন। সে অনুসারে গত ২৮ নভেম্বর শিশুদের নিয়ে হাজির হন মা। ওই দিন ঢাকার উত্তরা ক্লাবে প্রতি শনি ও মঙ্গলবার তিন বছরের ছেলের সঙ্গে বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বাবা গ্যারিসন সময় কাটাতে পারবেন বলে আদেশ দেন হাইকোর্ট।

আর ১৬ জানুয়ারি পরবর্তী শুনানির জন্য দিন ধার্য করা হয়। তারই ধারাবাহিকতায় বিষয়টি সোমবার শুনানির জন্য আসে।

খালেদা জিয়ার শোক বইয়ে স্বাক্ষর করতে মানুষের ঢল

খালেদা জিয়াকে চিরবিদায় জানাতে আসবেন নেপালের পররাষ্ট্রমন্ত্রী

খালেদা জিয়ার জানাজায় নারীদের জন্য থাকছে বিশেষ ব্যবস্থা

খালেদা জিয়ার জানাজায় অংশ নেবেন পাকিস্তানের পার্লামেন্টের স্পিকার

প্রবাসীরা দেশের অর্থনীতির চালিকাশক্তি: আসিফ নজরুল

খালেদা জিয়ার জানাজা-দাফনে মোতায়েন থাকবেন ১০ হাজার আইনশৃঙ্খলা রক্ষাকারী সদস্য

খালেদা জিয়াকে শ্রদ্ধা জানাতে আসবেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর

খালেদা জিয়ার মৃত্যুতে নোয়াবের শোক

আবারও বাড়ল পোস্টাল ভোটের নিবন্ধনের সময়

খালেদা জিয়ার ৩ আসনে এখন কী হবে, জানাল নির্বাচন কমিশন