হোম > জাতীয়

ভূমধ্যসাগর দিয়ে ইউরোপে বাংলাদেশিদের অনুপ্রবেশ বেড়েছে

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশ থেকে ভূমধ্যসাগরের বিভিন্ন পথ দিয়ে অবৈধভাবে গত বছরের তুলনায় চলতি ২০২২ সালে বেশি মানুষ ইউরোপে প্রবেশ করেছেন।

ইউরোপীয় সীমান্ত ও উপকূল প্রহরা সংস্থা ফ্রন্টেস্ক চলতি বছরের প্রথম আট মাসে ভূমধ্যসাগর অঞ্চলের পাঁচটি রুটে বাংলাদেশিদের ১০ হাজার ৩৭৬ বার ইউরোপে অনুপ্রবেশের ঘটনা শনাক্ত করেছে। গত বছরের একই সময়ে বাংলাদেশের নাগরিকদের ইউরোপে অনুপ্রবেশের ৮ হাজার ৫২৩টি ঘটনা শনাক্ত করেছিল সংস্থাটি। 

ফ্রন্টেস্কের তথ্য অনুযায়ী, অবৈধভাবে ইউরোপে প্রবেশের সময় বাংলাদেশের মানুষের বেশির ভাগ মধ্য ভূমধ্যসাগর রুট ব্যবহার করেছে। চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত এই রুটে বাংলাদেশ, মিসর, তিউনিসিয়া ও সিরিয়াসহ বিভিন্ন দেশের মানুষের ইউরোপে প্রবেশের ৯৩ হাজার ৮০৫টি ঘটনা শনাক্ত করা গেছে, যা গত বছরের একই সময়ের তুলনায় ৪৯ শতাংশ বেশি। 

বিষয়টি গত নভেম্বর মাসে ঢাকায় অনুষ্ঠিত রাজনৈতিক সংলাপেও ইউরোপীয় ইউনিয়নের প্রতিনিধিরা তুলেছেন বলে কূটনৈতিক সূত্রগুলো জানিয়েছে। 

জাতিসংঘের শরণার্থী সংস্থার তথ্য অনুযায়ী, ২০২১ সালের জানুয়ারি থেকে চলতি ২০২২ সালের নভেম্বর পর্যন্ত বাংলাদেশের ২০ হাজার ৭০০ নাগরিক বেআইনিভাবে ইউরোপে প্রবেশ করেছেন। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা আজকের পত্রিকাকে বলেছেন, ইউরোপীয় ইউনিয়নভুক্ত বিভিন্ন দেশে বেআইনিভাবে অবস্থান করা নাগরিকদের ফেরাতে জোটটির সঙ্গে বাংলাদেশ সরকারের একটি সমঝোতা স্মারক আছে। এর আওতায় নিয়মিত অবৈধ অভিবাসীদের দেশে ফেরানো হচ্ছে।

শিকলবাহা বিদ্যুৎকেন্দ্র: ১৩০ কোটি খরচ না করায় ক্ষতি ৩০০০ কোটি টাকা

রাষ্ট্রপতির কাছে অব্যাহতিপত্র দিলেন অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান

তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ অনুমোদনে অন্তর্বর্তী সরকারকে স্বাগত জানাল বিএনটিটিপি

প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীর শপথ কাল

সুষ্ঠু ভোটের ব্যাপারে সরকার সিরিয়াস: পররাষ্ট্র উপদেষ্টা

মনোনয়নপত্র দাখিলের শেষ দিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ