আসন্ন রমজান মাসে দেশের ১ কোটি দরিদ্র পরিবারের মধ্যে বিনা মূল্যে ১০ কেজি করে চাল বিতরণ করবে সরকার। আজ বৃহস্পতিবার দুপুরে খাদ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর কক্ষে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানান খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার।
খাদ্যমন্ত্রী বলেন, রমজান মাসে দেশের দরিদ্র মানুষের যাতে কষ্ট না হয়, সে জন্য সরকার বিনা মূল্যে ভিজিএফ কর্মসূচির মাধ্যমে ১ কোটি পরিবারকে ১০ কেজি করে চাল বিনা মূল্যে দেবে। রমজানের শুরুতে ৫০ লাখ এবং রমজানের শেষ ভাগে ৫০ লাখ পরিবারের মধ্যে এই চাল বিতরণ করা হবে বলে জানান তিনি।
খাদ্যমন্ত্রী আরও জানান, ভিজিএফ কর্মসূচিতে বিনা মূল্যে চাল বিতরণ করার প্রক্রিয়া আগে থেকেই চালু আছে। তবে এই রমজানে পণ্যের চরা দামের কারণে মানুষকে বিনা মূল্যে বিতরণ করা হচ্ছে।