হোম > জাতীয়

নিম্নচাপ

টানা বৃষ্টিতে বন্যার শঙ্কা

গত কয়েক দিনের টানা বৃষ্টিতে ময়মনসিংহের মুক্তাগাছার আয়মন নদীতে বেড়েছে পানির চাপ। এতে গহুর মোল্লার সেতুর দুই পাশের মাটি ধসে গেছে। গতকাল সকালের ওই ঘটনার পর চলাচল বন্ধ হওয়ায় ভোগান্তিতে পড়েছে দুই পারের হাজারো মানুষ। ছবি: আজকের পত্রিকা

টানা দুই দিন বৃষ্টি হচ্ছে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায়। বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপ ঘনীভূত হয়ে প্রথমে নিম্নচাপ ও পরে গভীর নিম্নচাপে পরিণত হওয়ার কারণেই বর্ষা মৌসুমের আগে এমন বৃষ্টি ঝরছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এই টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন এলাকার নদ-নদীতে বেড়েছে পানি। অনেক স্থানে বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। কিছু স্থানে বাঁধ ভেঙে লোকালয়ে পানি ঢুকে জনজীবন ব্যাহত হচ্ছে। এতে ভরা বর্ষার আগেই বন্যার আশঙ্কা করা হচ্ছে। প্রতিনিধিদের পাঠানো খবর:

ময়মনসিংহে সেতু ধসে যোগাযোগ বন্ধ: ময়মনসিংহের মুক্তাগাছার আয়মন নদীর ওপর নির্মিত গহুর মোল্লা সেতু ধসে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। কয়েক দিনের টানা বৃষ্টির কারণে নদীতে পানি বাড়ার পাশাপাশি সেতুর দুই পাশের মাটি সরে গিয়ে পাটাতন ধসে পড়ে। এতে গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টা থেকে সেতু দিয়ে চলাচল বন্ধ হয়ে যাওয়ায় ভোগান্তিতে পড়েন দুই পাড়ের মানুষ।

এলাকাবাসী সূত্রে জানা যায়, উপজেলার খেরুয়াজানি ইউনিয়নের পলশা ভিটিবাড়ী গ্রামের গহুর মোল্লা সেতুটি ২০০১ সালে আয়মন নদীর ওপর নির্মাণ করে উপজেলা প্রকৌশল অধিদপ্তর। সেতুটি সংরক্ষণ না করেই সম্প্রতি অপরিকল্পিতভাবে খননকাজ করে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এতে সেতুর গোড়ার মাটি সরে নড়বড়ে হয়ে যায়।

এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতিকুল ইসলাম বলেন, ভেঙে পড়া সেতুটি পরিদর্শন শেষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

ময়মনসিংহ পাউবোর নির্বাহী প্রকৌশলী আখলাক উল জামিল বলেন, ‘নদী খননের আগে আমরা উপজেলা প্রশাসনকে চিঠি দিয়েছি সেতু সংরক্ষণ করার জন্য। সেতুর দুই পাশে ৩০ মিটারের মধ্যে আমরা কোনো খননকাজ করিনি। এখন যদি সেতু ভেঙে পড়ে, তাহলে এর দায় আমরা কেন নেব।’

শেরপুরে বাড়ছে নদ-নদীর পানি

টানা বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে শেরপুরের বিভিন্ন নদ-নদীর পানি বাড়তে শুরু করেছে। জেলার চারটি নদ-নদীর পানি বিপৎসীমার কাছাকাছি রয়েছে। এর মধ্যে চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যার শঙ্কা করছেন এলাকাবাসী।

শেরপুর পাউবো সূত্র বলেছে, গতকাল দুপুর ১২টা পর্যন্ত চেল্লাখালী নদীর পানি বিপৎসীমার ১২৫ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া ভোগাই ও পুরাতন ব্রহ্মপুত্র নদের পানিও বিপৎসীমার কাছাকাছি। ঝিনাইগাতীতে মহারশি ও সোমেশ্বরী নদীর পানিও বাড়ছে।

ঝিনাইগাতীর দীঘিরপাড় এলাকার গৃহিণী আছমত আরা (৩৮) বলেন, ‘ক দিন আগেই বন্যার কাছ থাইক্কা আল্লাহ বাঁচাইছে। অহন আবার যেমন কইরা বৃষ্টি হইতাছে আর মহারশির পানি বাড়তাছে, কহন জানি বন্যা হয়।’

টানা বৃষ্টিতে সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার ধলাই নদ পানিতে টইটম্বুর। ছবিটি গতকাল বিকেলের। ছবি: আজকের পত্রিকা

আরও ৩ দিন বাড়বে সিলেটের নদ-নদীর পানি

ভারতের মেঘালয়ের চেরাপুঞ্জি ও সিলেটে টানা বৃষ্টি হচ্ছে। পাহাড়ি ঢলে চেরাপুঞ্জির পানি সিলেটের নদ-নদীতে এসে পড়ছে। এতে প্রায় সব নদ-নদীর পানি বাড়ছে। আগামী তিন দিন এসব নদ-নদীর পানি আরও বাড়বে। এদিকে বৃহস্পতিবার রাত থেকে শুরু হওয়া মুষলধারে বৃষ্টিতে নগরের মদিনা মার্কেট, দরগাহ মহল্লা, পীর মহল্লা, হাউজিং এস্টেট, শিবগঞ্জ, মেন্দিবাগ, রেলগেট, মাছিমপুর, দক্ষিণ সুরমা, মেজরটিলাসহ বেশ কয়েক এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে।

সিলেটের আবহাওয়া অফিস জানিয়েছে, গতকাল সকাল ৬টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সিলেটে বৃষ্টিপাত হয়েছে ১২৮ দশমিক ২ মিলিমিটার।

সিলেট পাউবো জানায়, গতকাল সকাল থেকে সুরমা নদীর দুটি পয়েন্ট, কুশিয়ারা নদীর চারটি পয়েন্ট, লুবা, সারি, ডাউকি, ধলাই ও সারি-গোয়াইন নদীর একটি করে পয়েন্টে পানি বাড়ছে। এর মধ্যে সুরমা নদীর সিলেট পয়েন্টে বৃহস্পতিবার সন্ধ্যা ৬টা থেকে গতকাল সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ২ দশমিক ৮৮ সেন্টিমিটার ও কানাইঘাট পয়েন্টে ২ দশমিক ৫২ সেন্টিমিটার নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল। গতকাল সন্ধ্যা ৬টায় কুশিয়ারা নদীর অমলশীদ পয়েন্টে বিপৎসীমার ৫ দশমিক ৪২ সেন্টিমিটার, শেওলা পয়েন্টে ৪ দশমিক ৬৪ সেন্টিমিটার, ফেঞ্চুগঞ্জ পয়েন্টে ১ দশমিক ৬৭ সেন্টিমিটার, শেরপুর পয়েন্টে ১ দশমিক ৮৯ সেন্টিমিটার, সারি নদীর সারিঘাট পয়েন্টে শূন্য দশমিক ৩৫ সেন্টিমিটার, ডাউকি নদীর জাফলং পয়েন্টে ১ দশমিক ১০ সেন্টিমিটার, সারি-গোয়াইন নদীর গোয়াইনঘাট পয়েন্টে ১ দশমিক ৩৫ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল। এ ছাড়া লোভা নদীর লোভাছড়া পয়েন্টে ১১ দশমিক ১০ সেন্টিমিটার ও ধলাই নদীর ইসলামপুর পয়েন্টে ১০ দশমিক ১০ সেন্টিমিটার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছিল।

পাউবো সিলেটের নির্বাহী প্রকৌশলী দীপক রঞ্জন দাশ বলেন, আগামী তিন দিন সারি-গোয়াইন, পিয়াইন, ধলাই ও লোভাছড়ার পানি বাড়বে। এরপর ধীরে ধীরে কমবে।

কয়রায় বেড়িবাঁধের ৩০০ মিটার নদীগর্ভে

প্রবল পানির তোড়ে খুলনার কয়রায় কপোতাক্ষ নদের বেড়িবাঁধে ভাঙন দেখা দিয়েছে। গতকাল ভোরে কয়রার হরিণখোলা গ্রামে পাউবোর বাঁধের পাঁচটি স্থানের ৩০০ মিটার নদীগর্ভে বিলীন হয়েছে। এতে ভাঙনের হুমকিতে পড়েছে বাঁধসংলগ্ন হরিণখোলা, ২ নম্বর কয়রা, গোবরা, ঘাটাখালী, মদিনাবাদ গ্রামসহ উপজেলা সদরের প্রায় ১৫ হাজার মানুষ।

জানা গেছে, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার রাতে স্বাভাবিক জোয়ারের চেয়ে নদে অন্তত ৪ ফুট বেশি উচ্চতার জোয়ার হয়। গতকাল ভোরে ভাটার টানে পানি নামতে শুরু করলে কপোতাক্ষ নদের তীরবর্তী বেড়িবাঁধে হঠাৎ ফাটল ও ধস দেখা দেয়। বেড়িবাঁধের ৩০০ মিটার অংশ মুহূর্তেই নদে বিলীন হয়ে যায়।

[প্রতিবেদন তৈরিতে তথ্য দিয়ে সহায়তা করেছেন আজকের পত্রিকার নিজস্ব প্রতিবেদক, সিলেট, ময়মনসিংহ, খুলনা ও নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি]

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব