হোম > জাতীয়

চলতি বছর ডেঙ্গু রোগী শনাক্তের সংখ্যা ৯ হাজার ছাড়াল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুর দাপট কমছে না। গত জুলাই মাসের তিনগুণ রোগী শনাক্ত হয়েছে আগস্টের ২৬ দিনে। আর চলতি বছর ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ৯ হাজারের ওপরে। এ বছর ডেঙ্গুতে মারা গেছেন ৪০ জন। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমারজেন্সি সেন্টার ও কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী এই চিত্র দেখা গেছে।

গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হয়েছেন ২৬৭ জন। এদের মধ্যে ঢাকায় ২১৭ জন এবং বাইরে ৫০ জন। আগেরদিন শনাক্ত হয়েছিল ২৭৮ জন। এদের মধ্যে ঢাকায় ২৩০ জন এবং বাইরে ছিল ৪৮ জন। ঢাকার বাইরে গত কয়েক দিন ধরেই শনাক্ত রোগীর সংখ্যা বাড়ছে। ঢাকার বাইরে রোগী ভর্তি রয়েছেন ১২৫ জন। আগেরদিন ছিল ১০৩ জন। 
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, চলতি বছর জুলাই মাসে রোগী শনাক্ত হয়েছিল ২ হাজার ২৮৬ জন। আগস্টের ২৬ দিনের শনাক্ত হয়েছে ৬ হাজার ৪৬২ জন। এ মাসে মোট মারা গেছেন ২৮ জন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ আগস্ট পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে ভর্তি হন ৯ হাজার ১২০ জন রোগী। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৭ হাজার ৯৮৮ জন। চলতি বছরের দুই মাসে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন ৪০ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, গত বুধবার সকাল আটটা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল আটটা পর্যন্ত রাজধানীর মিটফোর্ডে ভর্তি হয়েছেন ৫৭ জন, ঢাকা শিশু হাসপাতালে ১৩ জন, সম্মিলিত সামরিক হাসপাতালে ৪ জন, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে দুজন, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে একজনসহ মোট ৭৯ জন। বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩৮ জন।

ডেঙ্গু আক্রান্ত রোগী সংখ্যা বেড়ে যাওয়ায় স্বাস্থ্য অধিদপ্তর রাজধানী ও আশপাশে ৬টি ডেডিকেটেড হাসপাতাল নির্ধারণ করেছে। হাসপাতালগুলো হচ্ছে, স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিটফোর্ড হাসপাতাল, আমিনবাজার ২০ শয্যা হাসপাতাল, টঙ্গীর আহসান উল্লাহ মাস্টার ২৫০ শয্যা হাসপাতাল, মিরপুর লালকুটি হাসপাতাল, বাংলাদেশ রেলওয়ে হাসপাতাল ও কামরাঙ্গীরচর ৩১ শয্যা হাসপাতাল।

গতকাল বৃহস্পতিবার পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে রাজধানী ও দেশের বিভিন্ন হাসপাতালে রোগী ভর্তি রয়েছেন এক হাজার ৯০ জন। এদের মধ্যে ঢাকার ৪১টি সরকারি–বেসরকারি হাসপাতালে ভর্তি রয়েছেন ৯৬৫ জন এবং বাইরে ভর্তি রয়েছেন ১২৫ জন।

স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, ২০১৯ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত রোগী শনাক্ত হয়েছিল ৫২ হাজার ৬৩৬ জন, ২০২০ সালের জুন থেকে আগস্ট পর্যন্ত ১০৩ জন এবং চলতি বছরে তিন মাসে ৮ হাজার ১১৭ জন।

মনোনয়নপত্র দাখিলের শেষদিন সোমবার, ঢাকার ৬ জেলায় এ পর্যন্ত সংগ্রহ ৫০৯টি

তারেক রহমান ও জাইমার ভোটার নিবন্ধন সম্পন্ন, রোববার উঠবে কমিশনে

নিষিদ্ধ দলের নেতারা আটকে যেতে পারেন তফসিলের শর্তে

সরকারের কোনো না কোনো অংশ এই হামলা ঘটতে দিয়েছে: নূরুল কবীর

তারেক রহমান-জাইমার ভোটার হওয়া নিয়ে কমিশনের সিদ্ধান্ত রোববার: আখতার আহমেদ

কক্সবাজার-হাতিয়ায় সমুদ্রে মিসাইল ফায়ারিং পরিচালনা, নৌযান চলাচলে সতর্কতা আইএসপিআরের

তফসিলের পর চার আসনের সীমানা পরিবর্তন করে ইসির গেজেট

বোরো ধানের মৌসুম: সেচ মৌসুমে জ্বালানিতে টান

রাজবাড়ীতে গণপিটুনিতে অমৃত মন্ডল নিহতের ঘটনা সাম্প্রদায়িক হামলা নয়: প্রেস উইং

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব