হোম > জাতীয়

বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়ার পাশাপাশি ক্ষতিপূরণ দেওয়া উচিত: পররাষ্ট্রমন্ত্রী

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

পদ্মা সেতু নিয়ে যা করেছে তার জন্য বিশ্ব ব্যাংকের ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন। আর তাদের কারণে যারা হয়রানির শিকার হয়েছেন, সংস্থাটিকে তাঁদের ক্ষতিপূরণ দেওয়া উচিত বলেও মনে করেন তিনি। 

আজ বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ মন্তব্য করেন পররাষ্ট্রমন্ত্রী। 

পদ্মা সেতু নিয়ে বিশ্ব ব্যাংকের অবস্থানের পরিবর্তন নিয়ে প্রশ্ন করলে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সেটি আপনি বিশ্ব ব্যাংককে জিজ্ঞেস করেন। আমি ওদের সঙ্গে ডিল (কাজ) করি না।’ 

পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত। তাদের নিশ্চয়ই দুঃখ হওয়া উচিত যে, তারা এত অন্যায় কাজ করেছে! বড় প্রতিষ্ঠান যে সব সময়ে ভালো করে বিষয়টি তা না, এর কোনো নিশ্চয়তা নেই। মিথ্যা অভিযোগে বহু লোককে তারা জ্বালাতন করেছে। তাদের অবশ্যই ক্ষমা চাওয়া উচিত এবং ক্ষতিপূরণ দেওয়া উচিত। যে লোকগুলোকে বিশ্ব ব্যাংক হয়রানি করেছে, হেস্তনেস্ত করেছে, তাদের ক্ষতিপূরণ দেওয়া উচিত। আর তাদের ক্ষমা চাওয়া উচিত এবং বলা উচিত যে, আমরা খুব অন্যায় কাজ করেছি।’ 

স্বপ্নের পদ্মা সেতু সম্পর্কে সবশেষ খবর পেতে - এখানে ক্লিক করুন 

এ নিয়ে বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে কোনো চিঠি দেবে কি না, এর ‍উত্তরে এ কে আবদুল মোমেন বলেন, ‘আমরা অত তাড়াহুড়াতে নাই। তাদের মনোভাব থাকা উচিত যে, তারা অন্যায় করেছে। দোষ স্বীকার করে নিলে কোনো ক্ষতি নেই।’

পদ্মা সেতু সম্পর্কিত আরও পড়ুন:

জাতীয় সংসদ নির্বাচন: নিরাপত্তা নিয়ে শঙ্কায় প্রার্থীরা

সাম্য-ন্যায়ভিত্তিক গণতান্ত্রিক দেশ গড়ার শপথ

বিজয় দিবসে উদীচীসহ তিন সংগঠনের পতাকামিছিল ও মুক্তির গান

বিজয়ের দিনে বর্ণিল সাজে লাল–সবুজের দেশ

বিজয় দিবসে বঙ্গভবনে রাষ্ট্রপতির সংবর্ধনা

গুলশানে ‘ফেলানী অ্যাভিনিউ’ উদ্বোধন করলেন উপদেষ্টা আদিলুর রহমান

নির্বাচনের আগে ফিরে আসতেই পলাতকদের চোরাগোপ্তা হামলা— সতর্ক করলেন প্রধান উপদেষ্টা

ভোট দেশকে এগিয়ে নেওয়ার চাকা, এটি কাউকে চুরি করতে দেবেন না: প্রধান উপদেষ্টা

গণভোটে আপনারা হ্যাঁ/না ভোটের মাধ্যমে সংস্কারের পক্ষে বা বিপক্ষে মতামত দিন: প্রধান উপদেষ্টা

মহান বিজয় দিবসে জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা