হোম > জাতীয়

ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ কর্মসূচি ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সরকার গত ৪ নভেম্বর জ্বালানি তেল ডিজেলের মূল্যে ১৫ টাকা বৃদ্ধি করেছে। তেলের দাম বাড়লেও ট্যাংকলরির ভাড়া বৃদ্ধি করা হয়নি। তাই ট্যাংকলরির ভাড়া বৃদ্ধির দাবিতে ৩ জানুয়ারি থেকে ট্যাংকলরিতে জ্বালানি পরিবহন বন্ধ ঘোষণা কর্মসূচি দিয়েছিল বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশন কেন্দ্রীয় কমিটি। এই কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত ঘোষণা করেছে সংগঠনটি। 

আজ রোববার কর্মসূচি স্থগিত করার বিষয়ে আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল।

সৈয়দ সাজ্জাদুল করিম কাবুল বলেন, জ্বালানি মন্ত্রণালয়ের আশ্বাসের পরিপ্রেক্ষিতে অনির্দিষ্টকালের জন্য ঘোষিত ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচি আগামী ১০ জানুয়ারি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দেওয়া হয়েছে। আজ রোববার সকাল ১০টায় বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কার্যালয়ে এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। তবে দাবি না মানা হলে আগামী ১১ জানুয়ারি নতুন কর্মসূচি ঘোষণা করা হবে।

এদিকে ‘ট্যাংকলরিতে জ্বালানি তেল পরিবহন বন্ধ’ কর্মসূচির বিষয়ে গত ২৮ ডিসেম্বর বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিবের (অপারেশন) সভাপতিত্বে বাংলাদেশ ট্যাংকলরি ওনার্স অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি সৈয়দ সাজ্জাদুল করিম কাবুলসহ সংগঠনের নেতাদের সঙ্গে এক ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতি দাবির প্রতি একমত পোষণ করেন এবং আলোচনার মাধ্যমে বিষয়টির সমাধান করা হবে বলে প্রতিশ্রুতি দেন এবং ধর্মঘট প্রত্যাহারের অনুরোধ জানান। এর পর গত ৩০ ডিসেম্বর জ্বালানি মন্ত্রণালয়ের উপসচিব স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে ট্যাংকার ভাড়া ও বিক্রয় কমিশন বৃদ্ধি এবং তা কার্যকরের সিদ্ধান্তসহ আগামী ১০ জানুয়ারির মধ্যে তা সংশ্লিষ্ট সব পক্ষের উপস্থিতিতে সরাসরি সভা করে বিষয়টি নিষ্পত্তি করা হবে বলে সমিতিকে অবহিত করা হয়।

বড় নেতার সম্পদ কম

সামাজিক মাধ্যমে নির্বাচনী প্রচার: মানতে হবে এআই ব্যবহারসহ ৭টি বিধি

হাদি হত্যায় অভিযুক্তের ১৭টি সক্রিয় সিম পাওয়া গেছে: মন্ত্রণালয়

খালেদা জিয়ার মৃত্যুতে জয়শঙ্করের সফরে ‘রাজনীতি’ না খোঁজাই ভালো, আহ্বান পররাষ্ট্র উপদেষ্টার

অ্যাটর্নি জেনারেলের দায়িত্বে আরশাদুর রউফ

স্ত্রীসহ সাবেক যুগ্ম পুলিশ কমিশনার বিপ্লব সরকারের ২৮টি ব্যাংক হিসাব অবরুদ্ধ

মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে পথচারীর মৃত্যু: তদন্ত প্রতিবেদনে যা আছে

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

পদত্যাগের দুদিন পর প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী সায়েদুর রহমান

জনসমক্ষে ধূমপানে জরিমানা ২০০০ টাকা, অধ্যাদেশ কার্যকর