হোম > জাতীয়

বাংলাদেশে ‘আরব বসন্তের’ মতো অস্থিতিশীল পরিস্থিতির সুযোগ নেই: পররাষ্ট্রমন্ত্রী 

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশে ‘আরব বসন্তের’ মতো আন্দোলনের কোনো সুযোগ নেই বলে মনে করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। আজ রোববার ঢাকায় ফরেন সার্ভিস একাডেমিতে ‘৫২ বছরে বাংলাদেশের অর্জন’ শীর্ষক সেমিনারের পর মন্ত্রী এ কথা বলেন। 

রাশিয়ার গণমাধ্যমে পরিবেশিত প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে আগামী ৭ জানুয়ারির জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা ১৫ ডিসেম্বর মস্কোয় বলেন, জনগণের ভোটের ফল যুক্তরাষ্ট্রের কাছে সন্তোষজনক মনে না হলে ‘আরব বসন্তের মতো করে’ বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করতে পারে।
 
রুশ মুখপাত্রের এ মন্তব্যের বিষয়ে সাংবাদিকেরা প্রতিক্রিয়া জানতে চাইলে বিরক্ত কণ্ঠে পররাষ্ট্রমন্ত্রী বলেন, অনেকে অনেক ধরনের কথা বলবে। সরকার পরাশক্তিগুলোর টানাটানিতে জড়াতে চায় না। ভারসাম্যের কূটনীতি নিয়ে সরকার চলতে চায়।
 

আরব বসন্তের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী বলেন, ‘আমার তো নিশ্চয়ই মনে হয় না, এ ধরনের (আরব বসন্ত) কোনো সুযোগ আছে।’ 

বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশ হিসেবে উল্লেখ করে মোমেন বলেন, ‘শেখ হাসিনার কারণে আমাদের দেশে গণতন্ত্র সমুন্নত আছে। গণতান্ত্রিক প্রক্রিয়ায় আগামী ৭ জানুয়ারি নির্বাচন হবে।’

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির

এবার আনিসুল হক ও তৌফিকা করিমের বিরুদ্ধে অর্থ পাচারের মামলা

দ্বিতীয় দিনে প্রার্থিতা ফিরে পেলেন আরও ৫৮ প্রার্থী

এস আলম গ্রুপের আরও ৪৩১.৬৯ শতাংশ জমি ক্রোকের নির্দেশ