হোম > জাতীয়

সাড়ে তিন মাসে বাংলাদেশকে ১১৮০ ভিসা দিয়েছে রোমানিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশকে ১ হাজার ১৮০টি ভিসা দিয়েছে রোমানিয়া। ২০২০ সালে এ ভিসার সংখ্যা ছিল ৫৮০টি। আর ২০২১ সালে বাংলাদেশকে মোট ২ হাজার ৮৬৯টি ভিসা দেয় পূর্ব ইউরোপের দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘রোমানিয়ার ঢাকা কনস্যুলেট ভিসা ইস্যু করছে। বিশাল সংখ্যক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়ে রোমানিয়া যাচ্ছেন। ২০২১ সালের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বগডান আউরেসকুর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়েছে রোমানিয়ার সরকার। এ জন্য রোমানিয়ার সরকারকে ধন্যবাদ।’

এর আগে চলতি বছরের মার্চ মাসে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের থার্ড ডিস্ট্রিক্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দেখা করেন। এ বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে আগ্রহের কথা জানান তিনি। এ সময় বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বুখারেস্টের মেয়র বলেন, রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন খাতের বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।

তেজগাঁও বিমানবন্দরে এয়ার শো দেখতে জনস্রোত

বিজয় দিবসে সাভারে জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা নিবেদন

দুদকের তদন্ত: ৭ দেশে জাবেদের আরও ৬১৫ সম্পদের সন্ধান

রক্তসাগর পাড়ি দিয়ে পুব আকাশে স্বাধীনতার সূর্য

ত্যাগ, বীরত্ব আর গৌরবের জ্বলন্ত সাক্ষী মুক্তিযুদ্ধ জাদুঘর

নতুন প্রত্যাশা জাতির মনে

প্রস্তাবিত পুলিশ কমিশন অধ্যাদেশ হবে অর্থহীন ও আত্মঘাতী: টিআইবি

ডেভিল হান্ট ২: দুই দিনে গ্রেপ্তার সহস্রাধিক, অস্ত্র উদ্ধার ৬

জাতীয়-ধর্মীয়-সামাজিক অনুষ্ঠানে নির্বাচনী বিধি মানার নির্দেশ ইসির

‘হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা’—সিইসির বক্তব্যের ব্যাখ্যা দিল ইসি