হোম > জাতীয়

সাড়ে তিন মাসে বাংলাদেশকে ১১৮০ ভিসা দিয়েছে রোমানিয়া

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

চলতি বছরের জানুয়ারি থেকে ১৬ এপ্রিল পর্যন্ত বাংলাদেশকে ১ হাজার ১৮০টি ভিসা দিয়েছে রোমানিয়া। ২০২০ সালে এ ভিসার সংখ্যা ছিল ৫৮০টি। আর ২০২১ সালে বাংলাদেশকে মোট ২ হাজার ৮৬৯টি ভিসা দেয় পূর্ব ইউরোপের দেশটি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের পাঠানো বার্তায় পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন বলেন, ‘রোমানিয়ার ঢাকা কনস্যুলেট ভিসা ইস্যু করছে। বিশাল সংখ্যক বাংলাদেশি মধ্যপ্রাচ্য ও মালয়েশিয়া থেকে বৈধ কাজের ভিসা নিয়ে রোমানিয়া যাচ্ছেন। ২০২১ সালের অক্টোবরে রোমানিয়ার পররাষ্ট্রমন্ত্রী বগডান আউরেসকুর সঙ্গে ফলপ্রসূ বৈঠকের পর বাংলাদেশিদের ভিসা দেওয়ার ক্ষেত্রে কার্যকর ভূমিকা নিয়েছে রোমানিয়ার সরকার। এ জন্য রোমানিয়ার সরকারকে ধন্যবাদ।’

এর আগে চলতি বছরের মার্চ মাসে রোমানিয়ার রাজধানী বুখারেস্টের থার্ড ডিস্ট্রিক্টের মেয়র রবার্ট সোরিন নেগোইতা প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদের সঙ্গে দেখা করেন। এ বৈঠকে বাংলাদেশ থেকে বিভিন্ন খাতে কর্মী নিতে আগ্রহের কথা জানান তিনি। এ সময় বুখারেস্টের ডেপুটি মেয়র ভিক্টর নিয়াগু, বুখারেস্টের সিটি ম্যানেজার মারিউস ড্যানিয়েল সিওবিকা, রোমানিয়া বাংলাদেশ চেম্বার অব কমার্সের সভাপতি মোহাম্মদ রফিকুল ইসলামসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সাক্ষাৎকালে বুখারেস্টের মেয়র বলেন, রোমানিয়ার শ্রমবাজারের বিভিন্ন খাতের বাংলাদেশের কর্মীদের ব্যাপক চাহিদা রয়েছে এবং রোমানিয়া বাংলাদেশ থেকে কর্মী নিতে আগ্রহী।

কার্যক্রম প্রভাবিত করতে মনগড়া ও বিভ্রান্তিকর তথ্য প্রচার করা হচ্ছে: গুম কমিশন

জনসচেতনতায় ‘ভোটের গাড়ির’ প্রচারণা শুরু সোমবার

দেড় দশকে পুলিশ, বিচার ও প্রশাসনের ভিত দুর্বল করা হয়েছে: আসিফ নজরুল

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশ্লিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক