হোম > জাতীয়

ইউএইর মালবাহী জাহাজ ছিনতাইয়ের নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালবাহী জাহাজ ছিনতাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি ইউএইর জাহাজ ‘রাওয়াবি’ আটক করে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটিতে চিকিৎসা সরঞ্জাম ছিল বলে দাবি ইউএইর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের একটি মাঠপর্যায়ের হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম বহন করছিল জাহাজটি। ইয়েমেনের যুদ্ধ সংশ্লিষ্ট এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত এ জাহাজে হামলা মানবিক কাজে বাধা দেওয়ার সমান, যা আন্তর্জাতিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে দ্রুততম সময়ে মধ্যে অপরাধীদের জাহাজ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, হুতি বিদ্রোহীদের দাবি—জাহাজটিতে প্রচুর সামরিক সরঞ্জাম রয়েছে। এ নিয়ে টুইটারে দেওয়া এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই ইয়েমেনের জলসীমায় প্রবেশ করে ওই জাহাজ। পরে এটিকে হুদেইদাহ বন্দর থেকে আটক করা হয়।

তারেক রহমানের আগমনে রাজনৈতিক শূন্যতা পূরণ হবে: প্রেস সচিব

বড়দিনে বঙ্গভবনে শুভেচ্ছা বিনিময় করলেন রাষ্ট্রপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে ফোনে কথা বললেন তারেক রহমান

হাদি হত্যাকাণ্ড: ফয়সালের স্ত্রী, শ্যালক ও বান্ধবীর দোষ স্বীকার

বিমানবন্দর-৩০০ ফুট-গুলশানসহ গুরুত্বপূর্ণ স্থানে বিজিবি মোতায়েন

আজ শুভ বড়দিন

পদত্যাগ করলেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী খোদা বকশ চৌধুরী

জুলাই অভ্যুত্থানে চানখাঁরপুলে হত্যাকাণ্ডের রায় ২০ জানুয়ারি

বড়দিন উপলক্ষে ধর্মীয় নেতাদের সঙ্গে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা বিনিময়

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব