হোম > জাতীয়

ইউএইর মালবাহী জাহাজ ছিনতাইয়ের নিন্দা বাংলাদেশের

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ইয়েমেনের হুতি বিদ্রোহীদের সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) মালবাহী জাহাজ ছিনতাইয়ের তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

গত ২ জানুয়ারি ইউএইর জাহাজ ‘রাওয়াবি’ আটক করে ইয়ামেনের হুতি বিদ্রোহীরা। জাহাজটিতে চিকিৎসা সরঞ্জাম ছিল বলে দাবি ইউএইর। এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছে ঢাকা।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ সম্পর্কিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, সৌদি আরবের একটি মাঠপর্যায়ের হাসপাতালের জন্য চিকিৎসা সরঞ্জাম বহন করছিল জাহাজটি। ইয়েমেনের যুদ্ধ সংশ্লিষ্ট এলাকায় মানবিক সহায়তা পৌঁছানোর জন্য ব্যবহৃত এ জাহাজে হামলা মানবিক কাজে বাধা দেওয়ার সমান, যা আন্তর্জাতিক মূল্যবোধের পরিপন্থী।

বিবৃতিতে দ্রুততম সময়ে মধ্যে অপরাধীদের জাহাজ ছেড়ে দেওয়ার আহ্বান জানিয়েছে বাংলাদেশ। এ ঘটনায় বাংলাদেশ সৌদি আরবের প্রতি সংহতি প্রকাশ করেছে বলেও উল্লেখ করা হয় সংবাদ বিজ্ঞপ্তিতে।

প্রসঙ্গত, হুতি বিদ্রোহীদের দাবি—জাহাজটিতে প্রচুর সামরিক সরঞ্জাম রয়েছে। এ নিয়ে টুইটারে দেওয়া এক বিবৃতিতে হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি বলেন, কোনো ধরনের অনুমতি ছাড়াই ইয়েমেনের জলসীমায় প্রবেশ করে ওই জাহাজ। পরে এটিকে হুদেইদাহ বন্দর থেকে আটক করা হয়।

প্রার্থীদের মধ্যে ৪৪% ব্যবসায়ী, পেশায় রাজনীতিক মাত্র ২৬

২০২৫ সালে সড়ক দুর্ঘটনায় নিহত ৭ হাজার ৩৫৯, ৩৬ শতাংশ মোটরসাইকেল আরোহী

আগামী সরকারের বড় চ্যালেঞ্জ মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ: সিপিডি

গণতান্ত্রিক যুক্তফ্রন্টের মার্কিন দূতাবাসমুখী মিছিলে পুলিশের বাধা

যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য আলোচনায় বাংলাদেশের ‘বড় সাফল্য’: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গাজায় ট্রাম্প বাহিনীর অংশ হতে চায় বাংলাদেশ, যুক্তরাষ্ট্রকে জানালেন খলিলুর

বাংলাদেশিদের জন্য বি-১ ভিসা বন্ড পুনর্বিবেচনার আশ্বাস যুক্তরাষ্ট্রের

প্রার্থিতা ফিরে পেলেন তাসনিম জারা

মনোনয়ন বাতিল ও গ্রহণের বিরুদ্ধে ইসিতে আপিল শুনানি শুরু

যমুনায় নতুন সড়কসেতু: সম্ভাব্যতা সমীক্ষার পরামর্শক নিয়োগের প্রক্রিয়া শুরু