হোম > জাতীয়

চীনের ওপর নির্ভরশীলতা কমিয়ে আনতে চাই: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

চীনের ওপর থেকে নির্ভরশীলতা কমিয়ে আনতে বাংলাদেশকে উৎপাদনে বৈচিত্র্য আনতে পরামর্শ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। আজ বুধবার বিকেলে সচিবালয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশির সঙ্গে বৈঠকের সময় এই পরামর্শ দেওয়া হয়েছে বলে বাণিজ্যমন্ত্রী সাংবাদিকদের এই তথ্য জানিয়েছেন। 

বাণিজ্যমন্ত্রী বলেন, তৈরি পোশাক খাতের ওপর বাংলাদেশ নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসার পরামর্শ দিয়েছেন তারা। তাদের পরামর্শ ছিল, আপনারা (বাংলাদেশ) আরএমজি খাতের ওপর অনেকখানি নির্ভরশীল (ডিপেন্ডডেন্ট), অন্যান্য সোর্সগুলোতেও আপনারা চেষ্টা করেন। উৎপাদনে বৈচিত্র্য এলে বাংলাদেশের জন্য যেমন ভালো হবে, তেমনই ইউরোপীয় ইউনিয়নের জন্যও ভালো হবে। চায়না থেকে ডিপেন্ডডেনসিটা একটু শিফট করতে চাই।
 
বাণিজ্যমন্ত্রী আরও বলেন, জিএসপি নিয়ে কথা হয়েছে। এটি নিয়ে এর আগেও তারা বিভিন্ন জায়গায় কথা বলেছেন। এগুলো নিয়ে কাজ চলছে। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) পর্যবেক্ষণ নিয়েও কথা হয়েছে। এর বাইরে বাকি কিছু থাকলেও তা নিয়ে কাজ চলছে। শ্রম আইন নিয়ে কথা বলেছেন। 

শ্রমিক আন্দোলন কিংবা নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কী না—জানতে চাইলে টিপু মুনশি বলেন, রাজনীতি কিংবা শ্রমিক আন্দোলন নিয়ে তাদের সঙ্গে কোনো আলোচনা ছিল না।

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা

ওসমান হাদিকে গুলি: উদ্বেগ-শঙ্কায় জুলাই যোদ্ধারা, নিরাপত্তার আশ্বাস সরকারের

নির্বাচন বানচালের ষড়যন্ত্র চলছে: তিন দলের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা

বিজয়ের পূর্বক্ষণে বেছে বেছে হত্যা করা হয় বুদ্ধিজীবীদের