হোম > জাতীয়

গুলিবিদ্ধ কাজল গেলেন থাইল্যান্ডে, আরও ২০–২৫ জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত পাঁচজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও ২০–২৫ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে সাতজনকে তুরস্কে পাঠানো হবে, যাঁদের মধ্যে তিনজন চোখের এবং চারজন অর্থোপেডিকস সমস্যায় ভুগছেন।

উপদেষ্টা আরও জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসকেরা এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। ফ্রান্স, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা এই সেবায় অংশ নেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকেরা ৯৩ জন আহতকে পর্যবেক্ষণ করেন এবং ১৮ জনের অপারেশন সম্পন্ন করেন। বিদেশি চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

‘অসত্য ও বিভ্রান্তিকর’ তথ্য পরিবেশন নিয়ে সতর্ক করলেন সুপ্রিম কোর্ট

অন্তর্বর্তী সরকারের মেয়াদে শাহজালালের থার্ড টার্মিনাল চালু হচ্ছে না: শেখ বশিরউদ্দীন

সাবেক আইনমন্ত্রী আনিসুল হকের প্রায় ৬ একর জমি ক্রোক, ৩টি গাড়ি জব্দের নির্দেশ

স্ত্রীসহ সাবেক এমপি নূর মোহাম্মদ ও বিআইডব্লিউটিসির চেয়ারম্যান সলিম উল্লাহর দেশত্যাগে নিষেধাজ্ঞা

ভেনেজুয়েলার ঘটনায় বাংলাদেশের উদ্বেগ, কূটনীতি ও সংলাপে জোর

তারেক রহমানকে শোক বার্তা পাঠালেন প্রধান উপদেষ্টা

রোববার পর্যন্ত দেশজুড়ে গ্রেপ্তার ১৪৫৬৯: স্বরাষ্ট্র উপদেষ্টা

গাড়িতে ৩৭ লাখ টাকা, এলজিইডির নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে দুদকের মামলা

হত্যা মামলায় দীপঙ্কর রিমান্ডে, কাজী জাফরউল্লাহ আরেক মামলায় গ্রেপ্তার

স্বতন্ত্র প্রার্থীকে হেনস্তার ঘটনা ইসি সচিবের কানে আসেনি