হোম > জাতীয়

গুলিবিদ্ধ কাজল গেলেন থাইল্যান্ডে, আরও ২০–২৫ জনকে বিদেশে পাঠানোর উদ্যোগ

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত মোহাম্মদ কাজল মিয়াকে উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ভেজথানি হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল রোববার দিবাগত রাত দেড়টায় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে তিনি ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করেন।

চিকিৎসার উদ্দেশ্যে কাজল মিয়াকে বিদায় জানাতে বিমানবন্দরে উপস্থিত ছিলেন স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম। এ সময় তিনি সাংবাদিকদের জানান, কাজলকে থাইল্যান্ড পাঠানোর জন্য শুধু এয়ার অ্যাম্বুলেন্সের খরচ হয়েছে ৬৪ লাখ টাকা। প্রাথমিকভাবে চিকিৎসার জন্য ১০ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। প্রয়োজনে আরও সহায়তা দেওয়া হবে।

স্বাস্থ্য উপদেষ্টা আরও জানান, আহতদের মধ্যে একজন নিউরো সায়েন্স হাসপাতালে চিকিৎসাধীন। আগামী দু–এক দিনের মধ্যেই তাঁকেও বিদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ পর্যন্ত পাঁচজনকে বিদেশে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে এবং আরও ২০–২৫ জনকে পাঠানোর প্রক্রিয়া চলছে। এর মধ্যে সাতজনকে তুরস্কে পাঠানো হবে, যাঁদের মধ্যে তিনজন চোখের এবং চারজন অর্থোপেডিকস সমস্যায় ভুগছেন।

উপদেষ্টা আরও জানান, বিভিন্ন দেশ থেকে চিকিৎসকেরা এসে আহতদের চিকিৎসা দিয়েছেন। ফ্রান্স, নেপাল, যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশের চিকিৎসকেরা এই সেবায় অংশ নেন। সম্প্রতি যুক্তরাজ্য থেকে আসা চিকিৎসকেরা ৯৩ জন আহতকে পর্যবেক্ষণ করেন এবং ১৮ জনের অপারেশন সম্পন্ন করেন। বিদেশি চিকিৎসকেরা বাংলাদেশের চিকিৎসা ব্যবস্থার প্রশংসা করেছেন বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, শাহজালাল বিমানবন্দরে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সের পরিচালক অধ্যাপক ডা. দীন মোহাম্মদ উপস্থিত ছিলেন।

খালেদা জিয়ার প্রয়াণে তারেক রহমানকে মোদির শোকবার্তা

মির্জা ফখরুলের জন্য মনটা কাল থেকে খুব বিষণ্ন হয়ে আছে: প্রেস সচিব

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

২০২৫ সালে গণপিটুনি বেড়ে দ্বিগুণ: এমএসএফ

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়ার জানাজায় এসে ভারতের পররাষ্ট্রমন্ত্রী ও পাকিস্তানের স্পিকারের কুশল বিনিময়

২০২৫ সালজুড়ে আশঙ্কাজনকভাবে বেড়েছে ‘মব সন্ত্রাস’: আইন ও সালিশ কেন্দ্র

ঢাকায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী, পাকিস্তানের স্পিকার ও ভুটানের পররাষ্ট্রমন্ত্রী

‘খালেদা জিয়াকে এভাবে বিদায় দিতে হবে ভাবিনি’