আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা বন্ধের ঘোষণায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটির প্ল্যাটফর্মে দেশের ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন।
আজ শুক্রবার কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম।
গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের অধ্যয়ন বন্ধের ঘোষণা দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রীর এ ধরনের নির্দেশে সামাজিক প্রতিরোধ কমিটি তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিষেধাজ্ঞা আইন কার্যকর হলে আনুষ্ঠানিক শিক্ষায় আফগান নারীদের প্রবেশাধিকার আরও সীমাবদ্ধ করে ফেলবে। কেননা ইতিমধ্যেই আফগান নারীরা মাধ্যমিক শিক্ষা থেকে বাদ পড়েছে।
বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ করে দেশটির তালেবান সরকার যে নির্দেশনা দিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই নির্দেশনার ক্ষতিকর নেতিবাচক প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পরবে। তাই বাংলাদেশ মহিলা পরিষদ এই মানবাধিকার পরিপন্থী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে।
সামাজিক প্রতিরোধ কমিটি অনতিবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার করে দেশটির নারীদের উচ্চশিক্ষার পথ প্রসার করার জন্য আফগানিস্তানের তালেবান সরকার প্রধানের প্রতি জোর দাবি জানাচ্ছে। আইন ও সালিস কেন্দ্র, ব্র্যাক, অ্যাকশন এইড বাংলাদেশ, ব্ল্যাস্ট, আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ ৬৬টি সংগঠন এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে।