হোম > জাতীয়

আফগানিস্তানে নারীদের উচ্চশিক্ষা বন্ধের নিন্দা জানাল বাংলাদেশের ৬৬ সংগঠন

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আফগানিস্তানে বিশ্ববিদ্যালয়ে নারীদের উচ্চশিক্ষা বন্ধের ঘোষণায় তীব্র নিন্দা, ক্ষোভ ও গভীর উদ্বেগ প্রকাশ করেছে সামাজিক প্রতিরোধ কমিটির প্ল্যাটফর্মে দেশের ৬৬টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠন।

আজ শুক্রবার কমিটির পক্ষে গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ নিন্দা ও প্রতিবাদ জানান বাংলাদেশ মহিলা পরিষদের সভাপতি ডা. ফওজিয়া মোসলেম। 

গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে বলা হয়, আফগানিস্তানে তালেবান সরকার বিশ্ববিদ্যালয়ে নারীদের অধ্যয়ন বন্ধের ঘোষণা দিয়েছে এবং পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এ পদক্ষেপ অব্যাহত থাকবে। তালেবান সরকারের উচ্চশিক্ষা মন্ত্রীর এ ধরনের নির্দেশে সামাজিক প্রতিরোধ কমিটি তীব্র নিন্দা ও গভীর উদ্বেগ প্রকাশ করছে। এই নিষেধাজ্ঞা আইন কার্যকর হলে আনুষ্ঠানিক শিক্ষায় আফগান নারীদের প্রবেশাধিকার আরও সীমাবদ্ধ করে ফেলবে। কেননা ইতিমধ্যেই আফগান নারীরা মাধ্যমিক শিক্ষা থেকে বাদ পড়েছে। 

বিবৃতিতে আরও বলা হয়, আফগানিস্তানের নারীদের জন্য বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিষিদ্ধ করে দেশটির তালেবান সরকার যে নির্দেশনা দিয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এই নির্দেশনার ক্ষতিকর নেতিবাচক প্রভাব বিশ্বের অন্যান্য দেশেও পরবে। তাই বাংলাদেশ মহিলা পরিষদ এই মানবাধিকার পরিপন্থী নিষেধাজ্ঞার বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করছে। 

সামাজিক প্রতিরোধ কমিটি অনতিবিলম্বে এই নির্দেশনা প্রত্যাহার করে দেশটির নারীদের উচ্চশিক্ষার পথ প্রসার করার জন্য আফগানিস্তানের তালেবান সরকার প্রধানের প্রতি জোর দাবি জানাচ্ছে। আইন ও সালিস কেন্দ্র, ব্র্যাক, অ্যাকশন এইড বাংলাদেশ, ব্ল্যাস্ট, আদিবাসী নারী নেটওয়ার্ক, বাংলাদেশ নারী সাংবাদিক কেন্দ্র ও দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশসহ ৬৬টি সংগঠন এ নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। 

ভোটের গাড়ি শুধু শহরে, গ্রামের মানুষ জানে না

দ্বিতীয় দিনে ইসিতে ১২২টি আপিল আবেদন

নির্বাচনে এআইয়ের অপব্যবহার নিয়ে শঙ্কা, ঠেকাতে উদ্যোগ নেই সরকারের: দেবপ্রিয় ভট্টাচার্য

আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আদেশ ১২ জানুয়ারি

নির্বাচন-সংক্রান্ত তথ্য ও অভিযোগ গ্রহণে ১০ কর্মকর্তাকে দায়িত্ব দিল ইসি

প্রকাশিত প্রতিবেদনের প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য

গভীর সমুদ্রে ভোগাচ্ছে জেলিফিশ, সমস্যা চিহ্নিত করায় গুরুত্বারোপ প্রধান উপদেষ্টার

জুলাই যোদ্ধাদের দায়মুক্তি অধ্যাদেশ জারি করতে যাচ্ছে সরকার

পোস্টাল ভোটে নিবন্ধনের সময় শেষ, কেমন সাড়া মিলল

নির্বাচনী দায়িত্ব: যানবাহন ও মনোবলে ঘাটতি নিয়ে মাঠে নামছে পুলিশ