আগামী এক সপ্তাহের মধ্যে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত করার ঘোষণা আসবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।
দীপু মনি বলেন, ‘যখন এমপিওভুক্তির ঘোষণা আসবে, তখন থেকে শিক্ষকেরা এই সুবিধা পাবেন। এক সপ্তাহের মধ্যে ঘোষণা দেওয়া হলে এই অর্থবছরের বাজেট থেকেই শিক্ষকেরা এমপিও সুবিধা পাবেন।’
শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘জাতীয়করণের কাজ বেশ এগিয়েছে। এই বছরের মধ্যেই শেষ হয়ে যাবে ৷ ইনশা আল্লাহ।’
এর আগে গত মার্চে শিক্ষাপ্রতিষ্ঠানে এমপিওভুক্তির ঘোষণাটি আসার কথা ছিল। পরে জানানো হয়, মে মাসে এমপিওভুক্তির ঘোষণা আসবে। অবশেষে জুন মাসের শুরুতে এসে এমপিওভুক্তির ঘোষণা দেওয়া হবে বলে জানিয়েছেন দীপু মনি।