হোম > জাতীয়

বাংলাদেশের তৈরি পোশাক খাত নিয়ে উদ্বেগ রয়েছে ইইউ’র

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের তৈরি পোশাক শিল্প বা আরএমজি নিয়ে কিছু উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে জানানো হয়, ইইউ’র বাংলাদেশের রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি বুধবার পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলমের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আগামী বছরে দুই পক্ষের আসন্ন রাজনৈতিক সংলাপের জন্য অপেক্ষার কথা জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী। উন্নয়ন এবং বাণিজ্যিক অংশীদার হিসেবে বিশেষ করে করোনার সময়ে বাংলাদেশের প্রতি ইইউ’র ভূমিকার প্রশংসা করেন তিনি। এ সময়ে তারা ইউরোপের বিভিন্ন অংশে করোনার পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। জিএসপির খসড়া নীতিমালায় ছাড় দেওয়ার জন্য ইইউ রাষ্ট্রদূতকে ধন্যবাদ জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

বৈঠকে ইইউ রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশের তৈরি পোশাক শিল্পের কিছু ধারা নিয়ে উদ্বেগ রয়েছে। ইইউ’র প্রধান কার্যালয় ব্রাসেলসে এ বিষয়টি নিয়ে আরও পর্যবেক্ষণ করা হবে।

বৈঠকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী জলবায়ু নিয়ে দুই পক্ষের সহযোগিতা বাড়ানোর প্রয়োজনীয়তার কথা বলেন। আঞ্চলিক জল বিদ্যুৎ প্রকল্প ও পাশাপাশি অন্যান্য সৌর বিদ্যুতের আঞ্চলিক কানেকটিভিটি প্রকল্পে ইউরোপিয়ান ইনভেস্টমেন্ট ব্যাংকের সহযোগিতার জন্য উৎসাহিত করেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী। জাতিসংঘে মানবাধিকার কাউন্সিলে বাংলাদেশকে ‘ইউনিভার্সেল পিরিয়ডিক রিভিউ’তে করা পরামর্শগুলো বাস্তবায়নে গঠনমূলক অংশগ্রহণের জন্য ইইউকে ধন্যবাদ জানান তিনি।

বৈঠকে শ্রম অধিকার এবং অভিবাসনের মত উদ্বেগের বিষয়গুলোতে আলোচনা হয়। এ ছাড়া সামনের বছরে আসন্ন দ্বিপক্ষীয় নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রীকে সংক্ষিপ্তভাবে তুলে ধরেন রাষ্ট্রদূত চার্লস হোয়াইটলি। 

নির্বাচনের পরিবেশ তৈরিতে অপারেশন শুরু করবে যৌথ বাহিনী: ইসি সানাউল্লাহ

হাদি হত্যা: ফয়সালসহ সংশিষ্টদের অ্যাকাউন্টে ১২৭ কোটি টাকার লেনদেন

‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎হাদি হত্যা মামলার প্রধান আসামি ফয়সালের দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামী পাঁচ দিন শীতের অনুভূতি বাড়বে

অবশেষে প্রজাপতি প্রতীকে নিবন্ধন পেল আমজনতার দল

ফয়সালের অবস্থান নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই: অতিরিক্ত আইজিপি

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত