হোম > জাতীয়

এখন কারও দ্বৈত এনআইডি নেই: ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

নাগরিকের ব্যক্তিগত তথ্যসংবলিত তথ্যভান্ডার পুরোপুরি নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দ্বৈত জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। আমাদের জানামতে, আর কোনো দ্বৈত এনআইডি নেই।’

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সোমবার (১৯ মে) ডিজি সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ দুটি এনআইডিধারী ৫৮৬ জনকে চিহ্নিত করেছিলাম, তাঁদের আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল। এ জন্য কোনোভাবে এসব নাগরিক এনআইডিসংক্রান্ত সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাঁদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তাঁরা নাগরিক সেবা পাবেন।’

ইসির এনআইডি তথ্যভান্ডারে সাড়ে ১২ কোটির বেশি নাগরিকের তথ্য রয়েছে জানিয়ে ডিজি বলেন, ‘তথ্য ফাঁসের ঝুঁকি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ডেটা সেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি।’

এখন আমাদের তথ্যভান্ডার পরিপূর্ণ নিরাপদ জানিয়ে ডিজি বলেন, ‘এ তথ্যভান্ডার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। কিন্তু এটা যেহেতু তথ্যভান্ডার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে।’

প্রতিদিনই বিদেশি অস্ত্র উদ্ধার করা হচ্ছে, নির্বাচন নিয়ে শঙ্কা নেই: স্বরাষ্ট্র উপদেষ্টা

কুয়াশায় গাড়ি চালানো নিরাপদ করতে বিআরটিএর নির্দেশনা

‎সীমান্ত দিয়ে সন্ত্রাসীরা যেন পালাতে না পারে, সতর্ক থাকার নির্দেশ স্বরাষ্ট্র উপদেষ্টার

সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে চায় বিআইডব্লিউটিসি

গণভোটের প্রচার: পরিবর্তনের চাবি আপনারই হাতে

আজ মনোনয়নপত্র দাখিলের শেষ দিন, গতকাল পর্যন্ত নিয়েছেন ৩১৪৪ জন

আগামী মঙ্গলবার অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

প্রধান উপদেষ্টার সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

আজ রাতে চাঁদপুর ও দক্ষিণাঞ্চলে নৌযান চলাচল বন্ধ

৬ শিক্ষানবিশ এএসপিকে চাকরি থেকে অপসারণ