হোম > জাতীয়

এখন কারও দ্বৈত এনআইডি নেই: ডিজি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। ছবি: সংগৃহীত

নাগরিকের ব্যক্তিগত তথ্যসংবলিত তথ্যভান্ডার পুরোপুরি নিরাপদ রয়েছে বলে জানিয়েছেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক (ডিজি) এ এস এম হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দ্বৈত জাতীয় পরিচয়পত্রধারী (এনআইডি) ৫৮৬ জনের প্রথমটি রেখে দ্বিতীয়টি বাদ দেওয়া হয়েছে। আমাদের জানামতে, আর কোনো দ্বৈত এনআইডি নেই।’

রাজধানীর আগারগাঁওয়ের নির্বাচন ভবনে আজ সোমবার (১৯ মে) ডিজি সাংবাদিকদের বলেন, ‘সর্বশেষ দুটি এনআইডিধারী ৫৮৬ জনকে চিহ্নিত করেছিলাম, তাঁদের আমরা নিষ্কৃতি দিয়েছি। যেহেতু দুটো ছিল, তাই লক ছিল। এ জন্য কোনোভাবে এসব নাগরিক এনআইডিসংক্রান্ত সেবা নিতে পারছিলেন না। যেহেতু প্রথমটা রেখে দ্বিতীয়টি বাতিল করে দিয়েছে, এখন তাঁদের প্রথম এনআইডি ওপেন হয়ে গেছে। তাঁরা নাগরিক সেবা পাবেন।’

ইসির এনআইডি তথ্যভান্ডারে সাড়ে ১২ কোটির বেশি নাগরিকের তথ্য রয়েছে জানিয়ে ডিজি বলেন, ‘তথ্য ফাঁসের ঝুঁকি রোধে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। আমাদের ডেটা সেন্টার যেহেতু ২৪ ঘণ্টা চলে, এটা মাঝে মাঝে আমরা একটু বন্ধ করি, আবার চালু করি।’

এখন আমাদের তথ্যভান্ডার পরিপূর্ণ নিরাপদ জানিয়ে ডিজি বলেন, ‘এ তথ্যভান্ডার নিয়ে এ মুহূর্তে কোনো রকম চ্যালেঞ্জ মোকাবিলা করছি না। কিন্তু এটা যেহেতু তথ্যভান্ডার, তাই কোনোভাবেই যেন ডেটা লিক না হয় অথবা অন্য কোনো কারণে ক্ষতিগ্রস্ত না হয়, সে জন্য দৈনন্দিন কার্যক্রম চলমান রয়েছে।’

দ্বৈত নাগরিকত্ব: চট্টগ্রাম-৯ আসনে জামায়াত প্রার্থীর আপিল নামঞ্জুর

মানবতাবিরোধী অপরাধ: আনিসুল-সালমানের বিরুদ্ধে অভিযোগ গঠন

গণভোটের সচেতনতায় দেশজুড়ে ব্যাপক কর্মসূচি শুরু সরকারের

ইসরায়েল সমর্থিত ‘সোমালিল্যান্ড’কে প্রত্যাখ্যান করল বাংলাদেশ

প্রার্থীদের তিন ভাগের এক ভাগ তরুণ-যুবা

পোস্টাল ভোট: উড়ে আসা ভোটও হতে পারে কিছু আসনের ফল নির্ধারক

সুপারিশের এক বছর পরও হয়নি স্থায়ী অ্যাটর্নি সার্ভিস

শেখ হাসিনার সহকারী একান্ত সচিব লিকুর স্ত্রীর ১০ তলা ভবন ক্রোক

৪৭ কোটি টাকা আত্মসাতের অভিযোগে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও তাঁর স্ত্রীর বিরুদ্ধে মামলা

আইনশৃঙ্খলা বাহিনীকে সক্রিয় হওয়ার নির্দেশ ইসির