হোম > জাতীয়

২৫৩০ জন বাংলাদেশিকে ফেরত পাঠাচ্ছে মালয়েশিয়া

অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন দপ্তরের মহাপরিচালক রুসলিন জোসহ বলেছেন, মালয়েশিয়ায় অবস্থানরত ১১ হাজার ৯৪৩ জন অবৈধ অভিবাসীকে তাঁদের নিজ নিজ দেশে ফেরত পাঠানো হবে। মালয়েশিয়ার জাতীয় সংবাদ সংস্থা বেরনামার খবরে বলা হয়েছে, এই অবৈধ অভিবাসীদের মধ্যে বাংলাদেশির সংখ্যা আড়াই হাজার।

অবৈধ অভিবাসন নিয়ে গতকাল বুধবার সংবাদ সম্মেলনে কথা বলেন রুসলিন। তিনি জানান, এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে নথিপত্র তৈরির কাজ শেষ হয়েছে। এই অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ক্ষেত্রে নিজ নিজ দেশের দূতাবাস থেকে অর্থ নেওয়া হয়েছে।

অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর ব্যাপারে বেশ কিছুদিন ধরেই পদক্ষেপ নিচ্ছে মালয়েশিয়া। দেশটির অভিবাসন বিভাগের এই শীর্ষ কর্মকর্তা জানান, অবৈধ অভিবাসীদের ফেরত পাঠানোর যে কর্মসূচি সম্প্রতি হাতে নেওয়া হয়েছে, তাতে ১৬ হাজারের বেশি অভিবাসী আবেদন করেছেন। সবচেয়ে বেশি আবেদন করেছেন ইন্দোনেশিয়ার অবৈধ অভিবাসীরা। দেশটি থেকে আসা ৭ হাজারের বেশি অবৈধ অভিবাসী আবেদন করেছেন। বাংলাদেশ থেকে আসা ২ হাজার ৫৩০ জন, ভারত থেকে আসা ২ হাজার ৪৫৪ জন এবং পাকিস্তান থেকে আসা ১ হাজার ৬১৭ জন দেশে ফিরতে আবেদন করেছেন।

৯৪ জন বাংলাদেশির ক্ষেত্রে ভিন্ন ঘটনা ঘটেছে। অভিবাসন দপ্তরের মহাপরিচালক রুসলিন বলেন, এই বাংলাদেশিরা প্রতারিত হয়েছেন। তাঁদের সাময়িক সময়ের জন্য ভিসা দেওয়া হয়েছে। এই ভিসায় তাঁরা কাজ করতে পারবেন। তিনি আরও বলেন, ‘ওই বাংলাদেশিদের আমরা আটক করিনি। অনেক গণমাধ্যমই এই সুনির্দিষ্ট তথ্য পায়নি। আমরা তাঁদের আশ্রয়ের ব্যবস্থা করেছি। কারণ তাঁরা কোনো অপরাধ করেননি।’

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি

হাদির ছবি আঁকা হেলমেট পরে স্কাই ডাইভিং করবেন আশিক চৌধুরী

রাজনৈতিক দলের জন্য নিরাপত্তা প্রটোকল দেবে পুলিশ

ভারতীয় হাইকমিশনারকে তলব করে হাদির ওপর হামলাকারীদের গ্রেপ্তারের অনুরোধ

ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে তলব

গুমের মামলায় হাসিনা ও সেনা কর্মকর্তাসহ ১৭ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ ২১ ডিসেম্বর

বিকেলে আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বৈঠকে বসবে ইসি

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানাল আইএসপিআর

শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার শ্রদ্ধা