হোম > জাতীয়

৪৮তম বিশেষ বিসিএসের মৌখিক পরীক্ষা শুরু ৬ আগস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

সারা দেশে চিকিৎসক নিয়োগ দেওয়ার জন্য ৪৮ তম বিশেষ বিসিএস পরীক্ষার লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। ফলপ্রকাশও হয়েছে গতকাল রোববার রাতে। এতে উত্তীর্ণদের জন্য মৌখিক পরীক্ষা শুরুর তারিখ প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আগামী ৬ আগস্ট থেকে এই মৌখিক পরীক্ষা শুরু হবে।

পিএসসির প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৪৮ তম বিসিএস (বিশেষ) পরীক্ষা-২০২৫ এর লিখিত পরীক্ষায় (এমসিকিউ ধরন) সাময়িকভাবে উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষা আগামী ৬ আগস্ট থেকে অনুষ্ঠিত হবে। মৌখিক পরীক্ষার বিস্তারিত সময়সূচি যথাসময়ে পত্রিকা এবং কমিশনের ওয়েবসইটে প্রকাশ করা হবে।

এতে আরও বলা হয়, ৪৬ তম বিসিএস এর লিখিত পরীক্ষা, কিংবা ৪৭ তম বিসিএসে যারা আবেদন করেছেন, তাদের আবশ্যিকভাবে নিম্নোক্ত গুগল ফর্মের মাধ্যমে ফর্মে (লিংক চাহিত তথ্যাদি (ইংরেজিতে) সঠিকভাবে পূরণপূর্বক আগামী ২৩ জুলাইয়ের মধ্যে দাখিল করতে হবে।

এর আগে, গতকাল রোববার (২০ জুলাই) রাত পৌনে বারোটার দিকে পিএসসি ৪৮ তম বিশেষ বিএসএস—এর পরীক্ষার ফলাফল প্রকাশ করে। এতে উত্তীর্ণ হয়েছেন ৫ হাজার ২০৬ জন। এর মধ্যে সহকারী সার্জন ৪ হাজার ৬৯৫ জন, আর ডেন্টাল সার্জন ৫১১ জন। লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা ১০০ নম্বরের মৌখিক পরীক্ষায় অংশ নেওয়ার সুযোগ পাবেন।

গত শুক্রবার (১৮ জুলাই) এ বিসিএসের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। দুই ঘণ্টাব্যাপী এ পরীক্ষা শুরু হয় সকাল ১০টায়, শেষ হয় দুপুর ১২টায়। এ পরীক্ষায় অংশ নিয়েছেন ৪১ হাজার ২৫ জন প্রার্থী। গত ২৯ মে ৪৮ তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এ বিসিএসে ৩ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হবে। এর মধ্যে সহকারী সার্জনের শূন্যপদ ২ হাজার ৭০০টি এবং সহকারী ডেন্টাল সার্জন ৩০০টি।

এর আগে বিশেষ ৩৯ তম ও ৪২ তম বিসিএসের মাধ্যমে প্রায় ৯ হাজার চিকিৎসক নিয়োগ দেওয়া হয়।

পূর্বাচল প্লট দুর্নীতি: হাসিনা-টিউলিপ-রাদওয়ানের মামলার রায় ২ ফেব্রুয়ারি

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

প্রার্থীর দ্বৈত নাগরিকত্ব নিয়ে সিদ্ধান্ত আজ

জাতীয় সংসদ নির্বাচন: দলগুলোর কাঠগড়ায় ইসি

প্রার্থিতা ফিরে পেলেন আরও ৪৪ জন, আপিল শুনানি শেষ কাল

নির্বাচন পর্যবেক্ষণে মাঠে ইইউর ৫৬ পর্যবেক্ষক

জুলাইয়ের চেতনার নামে গরু কোরবানি, মধ্যরাতে অফিসে হামলা, আগুন দেওয়া নজিরবিহীন: হাসান হাফিজ

‘হ্যাঁ’ ভোটের পক্ষে সরকারের প্রচারের নৈতিক ভিত্তি জুলাইয়ের আত্মদান: আলী রীয়াজ

কুমিল্লা-৪: বিএনপির প্রার্থী মনজুরুল অবৈধ, হাসনাত বৈধ— আপিলে ইসির সিদ্ধান্ত

আজ থেকে সারা দেশে থাকবেন ইইউর ৫৬ জন দীর্ঘমেয়াদি নির্বাচন পর্যবেক্ষক