হোম > জাতীয়

শিল্পকলা পদকের জন্য মনোনীত হলেন ১৮ গুণীজন ও ২ সংগঠন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২টি সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর ‘শিল্পকলা পদক’ পদক প্রদান করে থাকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২০১৯ সালে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের কারণে জনাব মনিরুজ্জামান (যন্ত্রসংগীত), লুবনা মারিয়াম (নৃত্যকলা), হাসিনা মমতাজ (কণ্ঠসংগীত), আবদুল মান্নান (চারুকলা), মাসুদ আলী খান (নাট্যকলা), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), শম্ভু আচার্য (লোকসংস্কৃতি), হাসান আরিফ (আবৃত্তি), এম এ তাহেরকে (ফটোগ্রাফি) শিল্পকলা পদক প্রদান করা হবে।

২০২১ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত হয়েছেন সামসুর রহমান (যন্ত্রসংগীত), শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), মাহমুদুর রহমান বেণু (কণ্ঠসংগীত), শহিদ কবীর (চারুকলা), মলয় ভৌমিক (নাট্যকলা), শফিকুল ইসলাম স্বপন (ফটোগ্রাফি), শাহ্ আলম সরকার (লোকসংস্কৃতি), ডালিয়া আহমেদ (আবৃত্তি) ও শামীম আখতার (চলচ্চিত্র)।

এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ও সংগঠক বিভাগে ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতিকে শিল্পকলা পদক প্রদান করা হবে। সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা