হোম > জাতীয়

শিল্পকলা পদকের জন্য মনোনীত হলেন ১৮ গুণীজন ও ২ সংগঠন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাংলাদেশের শিল্প ও সংস্কৃতির ক্ষেত্রে জাতীয় পর্যায়ে বিশেষ অবদানের জন্য ১৮ গুণীজন ও ২টি সংগঠনকে শিল্পকলা পদক প্রদানের জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিকাশ সাধনের লক্ষ্যে ‘শিল্পকলা পদক’ প্রদান নীতিমালা অনুযায়ী বাংলাদেশ শিল্পকলা একাডেমি প্রতিবছর ‘শিল্পকলা পদক’ পদক প্রদান করে থাকে। কিন্তু এবার করোনা মহামারির কারণে ২০১৯ এবং ২০২০ দুই বছরের পদক একসঙ্গে প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

২০১৯ সালে সংস্কৃতির পৃষ্ঠপোষকতা ও বিশেষ অবদানের কারণে জনাব মনিরুজ্জামান (যন্ত্রসংগীত), লুবনা মারিয়াম (নৃত্যকলা), হাসিনা মমতাজ (কণ্ঠসংগীত), আবদুল মান্নান (চারুকলা), মাসুদ আলী খান (নাট্যকলা), অনুপম হায়াৎ (চলচ্চিত্র), শম্ভু আচার্য (লোকসংস্কৃতি), হাসান আরিফ (আবৃত্তি), এম এ তাহেরকে (ফটোগ্রাফি) শিল্পকলা পদক প্রদান করা হবে।

২০২১ সালের শিল্পকলা পদকের জন্য নির্বাচিত হয়েছেন সামসুর রহমান (যন্ত্রসংগীত), শিবলী মোহাম্মদ (নৃত্যকলা), মাহমুদুর রহমান বেণু (কণ্ঠসংগীত), শহিদ কবীর (চারুকলা), মলয় ভৌমিক (নাট্যকলা), শফিকুল ইসলাম স্বপন (ফটোগ্রাফি), শাহ্ আলম সরকার (লোকসংস্কৃতি), ডালিয়া আহমেদ (আবৃত্তি) ও শামীম আখতার (চলচ্চিত্র)।

এ ছাড়া সৃজনশীল সাংস্কৃতিক সংগঠন ও সংগঠক বিভাগে ছায়ানট ও দিনাজপুর নাট্য সমিতিকে শিল্পকলা পদক প্রদান করা হবে। সুবিধামতো সময়ে পদক প্রদান অনুষ্ঠানের মাধ্যমে পদকপ্রাপ্তদের হাতে স্বর্ণের মেডেল ও এক লাখ করে টাকা প্রদান করা হবে বলে জানিয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।

 

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী

নির্বাচন ও গণভোটের প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক হলেন আলী রীয়াজ

বিদ্যুৎ খাতে ৯৬ শতাংশ বিনিয়োগই জীবাশ্ম জ্বালানিতে: টিআইবি