হোম > জাতীয়

আট মাসের মধ্যে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বরের আগেই দেশে ডেঙ্গু ভয়াবহতা দেখা দিয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন চারজন। এ সময়ে শনাক্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৪৬ জন রোগী। চলতি বছরের আট মাসের মধ্যে ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ মৃত্যু হয় গত ২৪ ঘণ্টায়। 

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি ও অপারেশন সেন্টারের তথ্য অনুযায়ী আজ শনিবার এ খবর পাওয়া গেছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, দেশে চলতি বছর ডেঙ্গুতে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা উভয়ই ঢাকার দক্ষিণ সিটি করপোরেশনে বেশি। গত ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত ডেঙ্গুতে শুধু ঢাকার দক্ষিণ সিটিতে ৫০ জনের মৃত্যু হয়েছে। এ সময়ে রোগী শনাক্ত হয় ৩ হাজার ৩৪৯ জন। 

সংশ্লিষ্টরা জানান, রাজনৈতিক ডামাডোলের কারণে মশা মারা হচ্ছে না। নিয়মিত যেসব এলাকায় মশক নিধন কার্যক্রম পরিচালিত হতো সেটি প্রায় স্থবির হয়ে পড়েছে। এ কারণে মশার আক্রমণ বেড়েছে। বিশেষজ্ঞরা অভিমত করেছিলেন সেপ্টেম্বরে ডেঙ্গু ভয়াবহ রূপ নেবে। গত ২৪ ঘণ্টার প্রতিবেদনে তা ক্রমশই স্পষ্ট হয়ে উঠছে। 

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ১ জানুয়ারি থেকে আজ শনিবার পর্যন্ত ৮ মাসে ডেঙ্গু শনাক্ত ও ভর্তি হন ১২ হাজার ৮৪১ জন। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা গেছেন মোট ৮৩ জন মানুষ। 

মৃত্যুর মধ্যে ঢাকার দক্ষিণ সিটিতে ৫০ জন, বরিশালে ১০ জন, চট্টগ্রাম সিটির বাইরে ১০ জন, চট্টগ্রাম সিটিতে একজন, ঢাকা উত্তর সিটিতে সাতজন, ঢাকা সিটির বাইরে একজন, খুলনায় তিনজন এবং ময়মনসিংহে একজন মারা গেছে। 

ঢাকা মশক নিবারণী দপ্তরের জুলাই মাসের তথ্য অনুযায়ী, অনুমোদন পদ রয়েছে ৩৯৬টি। আর শূন্য পদ রয়েছে ১৮১টি। এর মধ্যে চতুর্থ শ্রেণীর শূন্য রয়েছে ১৫৪ টি। প্রয়োজনীয় লোকবলের অভাবেও মশক নিধন কার্যক্রম ব্যাহত হচ্ছে।

তারেক রহমানের পূর্ণ নিরাপত্তা নিশ্চিত করছে সরকার: প্রেস সচিব

ইন্টারনেট সেবা কখনোই বন্ধ করা যাবে না—বিটিআরসি পাচ্ছে পূর্ণ স্বায়ত্তশাসন

নতুন সংশোধিত বাজেটে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রাখা হবে: প্রেস সচিব

পাঁচ মার্কিন আইনপ্রণেতার চিঠির বিষয়ে জানেন না প্রেস সচিব

পোস্টাল ভোটের জন্য নিবন্ধনের সময় বাড়ল

ওসমান হাদি ও দীপু চন্দ্র হত্যার বিচার দ্রুত বিচার ট্রাইব্যুনালে হবে: প্রেস সচিব

নির্বাচনে অংশ নিতে পারবে না আওয়ামী লীগ: প্রেস সচিব

নির্বাচনী ব্যয় বেশি হলে ভোটে জিতে জনগণের কাছ থেকে আদায় করা হয়: দেবপ্রিয়

ব্যালট পেলেন পৌনে ২ লাখ প্রবাসী, সর্বোচ্চ নিবন্ধন সৌদি আরব থেকে

কে এই আতাউর রহমান বিক্রমপুরী