হোম > জাতীয়

শম্ভুর স্ত্রী মাধবীর পারিবারিক সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি পারিবারিক সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদন অনুযায়ী মাধবী দেবনাথের ৪টি পারিবারিক সঞ্চয়পত্রে থাকা ৩৭ লাখ টাকা ও একটি ব্যাংক হিসেবে থাকা ৩৪ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকা ৩৫ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নথি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর স্ত্রী মাধবী দেবনাথের এসব সম্পদ অবৈধভাবে অর্জিত। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, এসব সম্পদ মাধবী দেবনাথ অন্যত্র বিক্রি, স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।

উল্লেখ্য, ৬ মে মাধবী দেবনাথের নামে থাকা রাজধানীর দুটি ফ্ল্যাট ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।

মনোনয়নপত্র যাচাই-বাছাই: বাতিল ৭২৩ জনের

গুম কমিশনের প্রতিবেদন: গুমের পেছনে ছিল রাজনৈতিক উদ্দেশ্য

গণভোটের প্রচারে দেশজুড়ে সরকারি উদ্যোগ—প্রতিটি বিভাগে হবে বড় কর্মশালা

গুম থেকে জীবিত ফিরেছে জামায়াতের বেশি, না ফেরা বেশির ভাগই বিএনপির

নির্বাচনে পুলিশ নিরপেক্ষ ভূমিকা পালন করবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

এলপিজির মজুত পর্যাপ্ত, কৃত্রিম সংকট সৃষ্টিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা: মন্ত্রণালয়

সবচেয়ে বেশি লাশ গুম হয় বলেশ্বর নদে: চূড়ান্ত প্রতিবেদন

ন্যাশনাল ব্যাংকের ৯০৩ কোটি টাকা আত্মসাৎ: বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নরসহ ২৬ জনের বিরুদ্ধে মামলা

এনইআইআর বন্ধ হবে না: ফয়েজ আহমদ তৈয়্যব

সচিব হলেন ৩ কর্মকর্তা