হোম > জাতীয়

শম্ভুর স্ত্রী মাধবীর পারিবারিক সঞ্চয়পত্র ও ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ফাইল ছবি

বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর স্ত্রী মাধবী দেবনাথের চারটি পারিবারিক সঞ্চয়পত্র ও একটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে। আজ বুধবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. জাকির হোসেন এই নির্দেশ দেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে এ নির্দেশ দেওয়া হয় বলে জানান দুদকের জনসংযোগ কর্মকর্তা আকতারুল ইসলাম।

দুদকের সহকারী পরিচালক মো. রুহুল হক এসব হিসাব অবরুদ্ধের আবেদন করেন।

আবেদন অনুযায়ী মাধবী দেবনাথের ৪টি পারিবারিক সঞ্চয়পত্রে থাকা ৩৭ লাখ টাকা ও একটি ব্যাংক হিসেবে থাকা ৩৪ লাখ ৩৯ হাজার ৯৩৩ টাকা ৩৫ পয়সা অবরুদ্ধের নির্দেশ দেওয়া হয়েছে।

আবেদনে বলা হয়েছে, ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর নথি পর্যালোচনা করে দেখা গেছে, তাঁর স্ত্রী মাধবী দেবনাথের এসব সম্পদ অবৈধভাবে অর্জিত। বিশ্বস্ত সূত্রে দুদক জানতে পেরেছে, এসব সম্পদ মাধবী দেবনাথ অন্যত্র বিক্রি, স্থানান্তর ও হস্তান্তরের চেষ্টা করছেন। এ কারণে এসব সম্পদ ক্রোক ও অবরুদ্ধের নির্দেশ দেওয়া একান্ত আবশ্যক।

উল্লেখ্য, ৬ মে মাধবী দেবনাথের নামে থাকা রাজধানীর দুটি ফ্ল্যাট ও সাতটি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ দেন একই আদালত।

এনএসআইয়ের ১৩ কর্মকর্তার দুর্নীতির অভিযোগ অনুসন্ধান করছে দুদক

ভারতের বিবৃতি প্রত্যাখ্যান, সুরক্ষিত এলাকায় বিক্ষোভকারীরা কীভাবে প্রবেশ করল—প্রশ্ন ঢাকার

বিএনপির সময় গণমাধ্যম তুলনামূলক বেশি স্বস্তিদায়ক অবস্থায় ছিল: প্রথম আলো সম্পাদক

দিল্লিতে বাংলাদেশ হাইকমিশনারকে হুমকি, বিবৃতিতে যা বলল ভারত

প্রথম আলো ও ডেইলি স্টারে হামলাকারীরা শনাক্ত, জানালেন ধর্ম উপদেষ্টা

শেখ হাসিনা, সাবেক মন্ত্রী-সচিবসহ ১৭ জনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

দেশি নির্বাচন পর্যবেক্ষকদের জন্য আবেদনের সময় বাড়ল

টিএফআই সেলে গুম: হাসিনাসহ সেনা কর্মকর্তাদের বিরুদ্ধে অভিযোগ গঠনের আদেশ পেছাল

পোস্টাল ভোট দিতে নিবন্ধন করলেন ৫ লাখ ৫৭ হাজার প্রবাসী ও সরকারি চাকরিজীবী

লাগেজ সুরক্ষায় শাহজালালে বডি ওর্ন ক্যামেরার ব্যবহার বাড়াল বিমান