হোম > জীবনধারা > ভ্রমণ

৫০ লাখের মাইলফলকে হামাদ এয়ারপোর্ট

ভ্রমণ ডেস্ক

কাতারের হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এক বছরে ৫০ লাখের বেশি যাত্রী পরিষেবা দিয়েছে। এ অর্জন বিমানবন্দরটির জন্য প্রথম। গত এক দশকের নিরবচ্ছিন্ন যাত্রীসেবার ফলে হামাদ আন্তর্জাতিক বিমানবন্দর এই কৃতিত্ব অর্জন করল। গন্তব্যের সংখ্যা, পরিষেবার বিস্তৃতি এবং যোগাযোগের গুণগত মানের বিচারে এই অর্জন বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

বিমানবন্দরটি যাত্রী, কার্গো এবং চার্টার্ড ফ্লাইটসহ গত বছর ২৫৫টি গন্তব্যের জন্য পরিষেবা দিয়েছে। গত বছরের তুলনায় এ বছরের প্রথম তিন মাসে বিমানবন্দরটিতে যাত্রীর সংখ্যা বেড়েছে ২৭ দশমিক ৬ শতাংশ। আর বিমান চলাচল আগের বছরের তুলনায় বেড়েছে প্রায় ২৪ শতাংশ। এ ছাড়া বিমানবন্দরটি ৬ লাখ ২৬ হাজার ৩৩৮ টন কার্গো পরিচালনা করে।

হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এ বছর স্কাইট্র্যাক্স পুরস্কারে বিশ্বের সেরা বিমানবন্দরের মুকুট জিতেছে। এ পুরস্কারের জন্য বিশ্বের ৫৭০টির বেশি বিমানবন্দরের চেক-ইন, কেনাকাটা, নিরাপত্তা, অভিবাসন প্রক্রিয়াসহ বিভিন্ন বিষয় জরিপ করা হয়। এ জরিপে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট গত বছরের বিজয়ী সিঙ্গাপুরের চাঙ্গি বিমানবন্দরকে হারিয়ে সেরার পুরস্কার পেয়েছে। চাঙ্গি এর আগে ১২ বার শিরোপা জিতে গ্লোবাল র‌্যাঙ্কিংয়ের শীর্ষে ছিল। এটি এবার এশিয়ার সেরা বিমানবন্দর এবং বিশ্বের সেরা বিমানবন্দর ইমিগ্রেশন পরিষেবার পুরস্কার জিতেছে। ১৯৯৯ সাল থেকে এ পুরস্কার দেওয়া হচ্ছে।

সূত্র: দ্য এভিয়েটর ও গালফ বিজনেস

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা

আকাশে ঘুরে বেড়ানো এক নিঃসঙ্গ বাবার গল্প

হোটেল রুমের পরিচ্ছন্নতা ও শিষ্টাচার

ভ্রমণে এক ব্যাগে সবকিছু রাখলে বিপদ হতে পারে, দেখে নিন কী করবেন

আবুধাবি ভ্রমণের আগে যা জানা জরুরি

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস