হোম > জীবনধারা > ভ্রমণ

শীতকালে বাইক ভ্রমণের আগে

ফিচার ডেস্ক 

ছবি: সংগৃহীত

বাইক ভ্রমণ এখন তরুণদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে উঠেছে। একা তো বটেই, এখন দল বেঁধে অনেকে পাহাড়সহ বিভিন্ন দীর্ঘ পথে ঘুরতে যাচ্ছেন বাইক চেপে। কিন্তু গ্রীষ্ম আর শীতকালে বাইক চালানোয় পার্থক্য আছে। এ ঋতুতে ঠান্ডা আবহাওয়ার জন্য শুধু মোটা পোশাক পরলেই প্রস্তুতি শেষ হয় না; খেয়াল রাখতে হয় আরও বিভিন্ন বিষয়।

তাপমাত্রার প্রভাব

তাপমাত্রা কমে গেলে বাইকের টায়ারের চাপ বজায় রাখা কঠিন হতে পারে। তাপমাত্রার যেকোনো পরিবর্তনের জন্য প্রস্তুত থাকতে হবে। এ জন্য মোটা বা ভারী টায়ারের বাইক ব্যবহারের চেষ্টা করুন।

তীক্ষ্ণ মনোযোগ

ঠান্ডা আবহাওয়া, কুয়াশা ইত্যাদি কারণে শীতে বাইক চালানোর সময় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়ে। দীর্ঘ পথে ভ্রমণের সময় একাকিত্বও পেয়ে বসতে পারে। এসব কারণে দুর্ঘটনার আশঙ্কা থাকে। তাই এ সময় বাইক চালানোর সময় আশপাশ সম্পর্কে সচেতন হওয়া এবং রাস্তা ও অবস্থার ওপর মনোযোগ দেওয়া জরুরি।

ধীরগতি

শীতকালে বাইকারদের বছরের অন্যান্য সময়ের তুলনায় ধীরগতি এবং বাঁক নেওয়ার সময় বিশেষভাবে সতর্কতা অবলম্বন করা উচিত। অনেকে শীতে বাইক বা সাইকেল চালানোর সময় সামনের ব্রেকের পরিবর্তে পেছনের ব্রেক ব্যবহারের পরামর্শ দেন।

লাইট ব্যবহার

শীতকালে ঘন কুয়াশায় বোঝা যায় এমন লাইট ব্যবহার করা উচিত। অনেক সময় কুয়াশার কারণে দূর থেকে কোনো যানবাহন আসছে কি না, তা ঠিকভাবে বোঝা যায় না।

কেমন দেখতে চাই দেশের পর্যটনশিল্প

২০২৬ সালে ভ্রমণে যেসব ট্রেন্ড থাকবে

ভ্রমণের ক্ষেত্রে কোন দেশ ব্যয়বহুল, সাশ্রয়ীর তালিকায় রয়েছে কারা

সেরা দশের শীর্ষে ব্যাংকক, তলানিতে কে?

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা