হোম > জীবনধারা > ভ্রমণ

বয়স্ক পর্যটকের সংখ্যা বাড়ছে দিন দিন

ফিচার ডেস্ক

ছবি: সংগৃহীত

৬০ বছরের বেশি বয়সী ভ্রমণকারীদের বলা হয়ে থাকে ‘সিনিয়র ট্রাভেলার’। এ ধরনের পর্যটকের সংখ্যা দিন দিন বাড়ছে, বিশেষ করে উন্নত দেশগুলোতে। এই ধরনের বয়সের ভ্রমণকারীরা সাধারণত আরামদায়ক, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত ভ্রমণকে অগ্রাধিকার দেন।

ইউনাইটেড ন্যাশনস ওয়ার্ল্ড ট্যুরিজম অর্গানাইজেশন (ইউএনডব্লিউটিও), আমেরিকান অ্যাসোসিয়েশন অব রিটায়ার্ড পারসনস (এএআরপি), চীনভিত্তিক বিশ্বের বৃহত্তম অনলাইন ট্রাভেল এজেন্সির (ওটিএ) অঙ্গপ্রতিষ্ঠান সিট্রিপ এবং ফোর্বস বিভিন্ন প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে।

ইউএনডব্লিউটিওর ২০২৩ সালের প্রতিবেদন থেকে জানা গেছে, বৈশ্বিক পর্যটনে ২০ শতাংশ আয় আসে ৬০ কিংবা তার বেশি বয়সী ভ্রমণকারীদের কাছ থেকে। একই বছর ইউরোস্ট্যাট জানিয়েছে, ইউরোপ ও উত্তর আমেরিকায় এই হার ২৫ থেকে ৩০ শতাংশ। কারণ, সেসব অঞ্চলে জ্যেষ্ঠ নাগরিকের সংখ্যা বেশি। প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ) ২০২৪ সালে জানিয়েছে, এশিয়ায় প্রবীণ ভ্রমণকারীর সংখ্যা দ্রুত বাড়ছে; বিশেষত চীন, জাপান ও দক্ষিণ কোরিয়ায়।

এই জ্যেষ্ঠ নাগরিকেরা ভ্রমণে বিপুল অর্থ ব্যয় করেন। পশ্চিমা দেশগুলোর সিনিয়র ট্রাভেলাররা প্রতি ট্রিপে ৩ থেকে ৭ হাজার মার্কিন ডলার পর্যন্ত ব্যয় করেন। ফোর্বস আরও জানিয়েছে, বিলাসবহুল ভ্রমণে; বিশেষত ক্রুজ বা মেডিকেল ট্যুরে ব্যয়ের পরিমাণ দাঁড়ায় ২০ হাজার মার্কিন ডলার পর্যন্ত। এদিকে চীন ও জাপানের প্রবীণেরা প্রতি ট্রিপে আড়াই থেকে ৫ হাজার মার্কিন ডলার ব্যয় করেন বলে জানিয়েছে সিট্রিপ। ভারত ও দক্ষিণ-পূর্ব এশিয়ার জ্যেষ্ঠ নাগরিকেরা ব্যয় করেন দেড় থেকে ৩ হাজার ডলার।

মূলত এই অর্থের ৫০ শতাংশের বেশি ব্যয় হয় আবাসন ও পরিবহনে। ৩০ শতাংশ খরচ হয় স্বাস্থ্য ও ওয়েলনেস ট্যুরিজমে; আর ২০ শতাংশ ব্যয় হয় গাইডেড ট্যুর ও ফাইন ডাইনিংয়ে।

বিশ্বব্যাংক জানিয়েছে, ২০৩০ সালের মধ্যে ৬০ বছরের বেশি বয়সী ভ্রমণকারীর সংখ্যা ৪০ শতাংশ বাড়বে। একই সঙ্গে হেলথ ট্যুরিজম ও স্লো ট্রাভেল ব্যবসা বাড়বে বলে জানিয়েছে স্কিফট রিসার্চ।

সিনিয়র ট্রাভেলারদের প্রিয় গন্তব্যগুলোর মধ্যে রয়েছে জাপান, সুইজারল্যান্ড, থাইল্যান্ড, স্পেন, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড।

ছবি: সংগৃহীত

এরই মধ্যে এই শ্রেণির পর্যটকদের জন্য বিশেষ বিশেষ সুবিধা দিতে শুরু করেছে বিভিন্ন দেশ ও অঞ্চল।

  • জাপান: ট্রেন ও মিউজিয়ামে সিনিয়রদের ডিসকাউন্ট দেয়।
  • ইউরোপ: এই অঞ্চলের অনেক দেশ ৬৫ বছরের বেশি বয়সীদের জন্য বিনা মূল্যে জাদুঘরে প্রবেশের অনুমতি দেয়।
  • থাইল্যান্ড: ৫০ বছরের বেশি বয়সীদের জন্য দীর্ঘমেয়াদি রিটায়ার্ড ভিসার ব্যবস্থা করেছে।
  • মালয়েশিয়া: মালয়েশিয়া মাই সেকেন্ড হোম প্রোগ্রামের মাধ্যমে বিদেশি প্রবীণদের বসবাসের সুযোগ করে দিয়েছে।

বয়স্ক ভ্রমণকারীরা অর্থনৈতিকভাবে সক্ষম এবং টেকসই পর্যটনের গুরুত্বপূর্ণ অংশ। বিভিন্ন দেশ তাঁদের আকর্ষণ করতে বিশেষায়িত সেবা চালু করেছে।

সূত্র: ইউএনডব্লিউটিও, এএআরপি, সিট্রিপ, ফোর্বস, স্কিফট রিসার্চ

কেমন দেখতে চাই দেশের পর্যটনশিল্প

২০২৬ সালে ভ্রমণে যেসব ট্রেন্ড থাকবে

ভ্রমণের ক্ষেত্রে কোন দেশ ব্যয়বহুল, সাশ্রয়ীর তালিকায় রয়েছে কারা

সেরা দশের শীর্ষে ব্যাংকক, তলানিতে কে?

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা