হোম > জীবনধারা > ভ্রমণ

শ্রীলঙ্কা ভ্রমণে খরচ কমানোর উপায়

ফিচার ডেস্ক

ছবি: এএফপি

পর্যটকবান্ধব দেশ শ্রীলঙ্কা। সৈকত, বন্য প্রাণী, প্রাচীন মন্দির দেখতে দেশটিতে ব্যয় আছে বেশ। চলুন, দেখে নেওয়া যাক, শ্রীলঙ্কা ভ্রমণ ব্যয় কমানোর উপায়গুলো কী।

অফ সিজনে ভ্রমণ করা

শ্রীলঙ্কায় ডিসেম্বর থেকে এপ্রিল মাস পর্যন্ত পর্যটকদের ভিড় বেশি থাকে। তাই মে থেকে নভেম্বরের মাঝামাঝি সময়ে ভ্রমণ করলে হোটেল ভাড়াসহ সবকিছুতেই সাশ্রয় হয়।

এয়ারপোর্ট বাস ব্যবহার

কলম্বো এয়ারপোর্ট থেকে শহরে যাওয়ার বাসে খরচ হবে মাত্র ২ দশমিক ৪০ ডলারের মতো।

এই বাসগুলো ট্যাক্সির তুলনায় অনেক সস্তা।

হোমস্টে ও হোস্টেলে থাকা

পরিষ্কার-পরিচ্ছন্ন ও নিরাপদ হোমস্টেগুলোতে প্রতি রাত মাত্র ১১ থেকে ২২ ডলারে থাকা যাবে।

লোকাল বাসে ভ্রমণ

স্থানীয় বাসগুলোতে ভ্রমণ করলে ব্যয় কম। বাসের সংখ্যা কম হলেও প্রায়ই বাস পাওয়া যায়।

ট্রেনের টিকিট আগে কেনা

ক্যান্ডি, এল্লা বা নুয়ারা এলিয়াযর দীর্ঘ পথে যেতে হলে ট্রেনে আগে থেকে রিজার্ভেশন করলে খরচ কম হয়।

থাকার জায়গায় লং টার্ম বুকিং না করা

শ্রীলঙ্কায় গেলে আগে থেকে লং টার্ম বুকিং না করে সেখানে পৌঁছে সরাসরি হোমস্টে কিংবা হোস্টেল মালিকের সঙ্গে কথা বলে নিন। ভাড়া কম পড়বে।

স্থানীয় হোটেলগুলোতে খাওয়াদাওয়া করা

ছোট রেস্তোরাঁ অথবা হোটেলগুলোতে ২ থেকে ৪ ডলারে ভরপেট খাওয়া যায়। স্ন্যাক্স ১ ডলারের কম।

সূত্র: লোনলি প্লানেট

কেমন দেখতে চাই দেশের পর্যটনশিল্প

২০২৬ সালে ভ্রমণে যেসব ট্রেন্ড থাকবে

ভ্রমণের ক্ষেত্রে কোন দেশ ব্যয়বহুল, সাশ্রয়ীর তালিকায় রয়েছে কারা

সেরা দশের শীর্ষে ব্যাংকক, তলানিতে কে?

স্বল্প খরচে নেপাল ভ্রমণের ১১ পরামর্শ

নেপালের মহাপরিকল্পনায় এভারেস্ট রক্ষা পাবে তো?

উত্তরের হিম রাজ্যে তুষারবিলাসের রোমাঞ্চ, হিমাঙ্কের নিচে তপ্ত রাত

গ্রামের নাম মহিষখোলা

মাধবকুণ্ড ঝরনার পানিতে বিরল ঝরনাপাখি

বাংলাদেশের পর্যটক কমায় ভারতে নিম্নমুখী আন্তর্জাতিক ভ্রমণকারীর সংখ্যা