হোম > জীবনধারা > ভ্রমণ

থাইল্যান্ডে বাইক রাইড

ফিচার ডেস্ক 

মোটরসাইকেল রাইডারদের নিয়ে ভিন্নধর্মী এক আয়োজন করেছে থাইল্যান্ড। সে জন্য এশিয়ার বিভিন্ন দেশ থেকে অভিজ্ঞতাসম্পন্ন ১২ জন রাইডারকে আমন্ত্রণ জানিয়েছিল আয়োজকেরা। যাকে বলা হচ্ছে রয়্যাল অ্যানফিল্ড অ্যামেজিং থাইল্যান্ড রাইড। প্রকল্পটির উদ্বোধনী রাইড শেষ হয়েছে ১৮ থেকে ২৩ জুলাই পর্যন্ত। আর পরবর্তী রাইডটি হতে চলেছে আগস্টে। সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে ৩০ জন রাইডারকে।

উদ্বোধনী এই যাত্রায় সিঙ্গাপুর, মালয়েশিয়া, ফিলিপাইন, ভিয়েতনাম, ইন্দোনেশিয়া, দক্ষিণ কোরিয়াসহ এশিয়ার বিভিন্ন দেশের অভিজ্ঞতাসম্পন্ন রাইডারদের স্বাগত জানানো হয়। প্রথম ট্রিপটিতে রাইডাররা উপভোগ করেছেন পাতায়া, চোন বুড়ির ব্যস্ত সমুদ্রসৈকত রিসোর্ট গন্তব্য এবং চান্থাবুরির প্রাকৃতিক সৌন্দর্য ও সাংস্কৃতিক ঐতিহ্য। পরবর্তী রাইডে উত্তর থাইল্যান্ডের অনন্য সাংস্কৃতিক এবং ঐতিহাসিক সম্পদ উপভোগ করবেন রাইডাররা।

ওল্ড টাউন এবং ইয়াওরাত রোড হয়ে ব্যাংকক থেকে এ রাইড শুরু হয়। এরপর ১৯ জুলাই এই ভ্রমণে যাত্রীদের ব্যাংকক থেকে থাইল্যান্ডের পূর্ব উপকূল পর্যন্ত থাই সংস্কৃতি দেখাতে দেখাতে নিয়ে যাওয়া হয় দেশটির বিভিন্ন ভ্রমণ গন্তব্যে। এ যাত্রায় রাইডাররা উপভোগ করেন থাইল্যান্ডের স্থানীয় খাবার।

রয়্যাল অ্যানফিল্ড এশিয়া প্যাসিফিক অঞ্চলের হেড অব বিজনেস অনুজ দুয়া বলেন, ‘আমাদের মোটরসাইকেল ভ্রমণ একটি ভিন্ন দৃষ্টিকোণ তুলে ধরেছে। ভ্রমণকারীদের কাছে এটি অভিজ্ঞতা হয়ে থাকবে। থাইল্যান্ডের রূপান্তরমূলক অভিজ্ঞতা প্রদর্শনের জন্য দারুণ গল্প বলার সুযোগ নিতে পেরে আমরা রোমাঞ্চিত।’

২০২৬ সালের জন্য এয়ারবিএনবি-এর পূর্বাভাস

পর্যটকের স্রোতে বিপর্যস্ত শহর

বিমানযাত্রার অলিখিত নিয়মগুলো জেনে নিন

রহস্যময় আগুন পাহাড়

ভিয়েতনামের পর্যটনশিল্প পুনরুদ্ধারের গতি দ্রুত

চীনে বাড়ছে ঘোড়ায় চড়ে ছুটি কাটানোর প্রবণতা

এআই-নির্ভর ভ্রমণে শীর্ষে ভিয়েতনাম

আন্তর্জাতিক পর্যটনে শীর্ষে ব্যাংকক, আকর্ষণীয় শহর প্যারিস

জেনে নিন মালদ্বীপ ভ্রমণের সেরা সময় কখন

নেপালের অদেখা জগৎ