হোম > জীবনধারা > ভ্রমণ

সারি নদী, শাপলা বিল আর চা-বাগানের জৈন্তাপুর

দেশে ভ্রমণের ক্ষেত্রে সিলেট যেন এক মহারানি। চা-বাগান, পাহাড়, নদী, ঝরনা, বিল কী নেই এ জেলায়। এ জেলারই এক উপজেলা জৈন্তাপুর। এখানে দেখা যাবে নীল পানির সারি নদী, চা-বাগান আর লাল শাপলার বিল। শীতে বেরিয়ে পড়বেন না কি? ছবি তুলেছেন মো. রেজওয়ান করিম সাব্বির।

জীবনধারা ডেস্ক 

মেঘালয়ের জংলা টিলা ছাপিয়ে দূরের আবছা পাহাড়ের আড়াল ভেদ করে ভারতের মাইনথু নদীটি কাঁটাতারহীন সীমান্ত পেরিয়ে এ দেশে সারি নদী নামে পরিচিতি পেয়েছে।

ভূমি রূপের কারণে নদীটির পানি কোথাও সবুজ আবার কোথাও পান্না রং ধারণ করে।

শীতের শুরু থেকে গ্রীষ্মের মাঝামাঝি পর্যন্ত নীল স্বচ্ছ পানি চোখে পড়বে সারি নদীতে।

সারি নদী ও লালাখাল নাম ভিন্ন হলেও আসলে একই নদী।

লালাখাল পর্যটনকেন্দ্রটি সারি নদীরই অংশ।

সারিঘাট থেকে নৌকায় লালাখাল হয়ে ভারত সীমান্তের জিরো পয়েন্টে পৌঁছাতে ৪০ থেকে ৪৫ মিনিট সময় লাগে।

সারিঘাট থেকে নৌকায় জিরো পয়েন্ট পর্যন্ত ভাড়া প্রায় দুই হাজার টাকা।

শাপলা কিন্তু লাল রঙেরও হয়।

জৈন্তাপুরে রয়েছে লাল শাপলার বিল ও লাল শাপলার লেক।

লাল শাপলার বিল ও লেক আপনাকে দেবে আলাদা আলাদা অভিজ্ঞতা।

সারি নদীর তীরেই আছে লালাখাল চা-বাগান।

সারি নদী, লাল শাপলার বিল দেখে যেতে পারেন লালাখাল চা-বাগান দেখতে।

যুক্তরাষ্ট্রের নতুন ভিসা বন্ড নীতিতে বিপাকে ভ্রমণপিয়াসিরা

এ বছরের সেরা ১০ ভ্রমণ গন্তব্য

এই শীতে ঘুরে আসুন বগা লেক ও কেওক্রাডং

সাগরতলের বিচিত্র জগতে শাহেলা

মধ্যপ্রাচ্যের প্রথম আলট্রা-লাক্সারি ট্রেন সৌদি আরবে

দূর যাত্রায় বিমানে কোন সিট নেবেন

ভূরাজনৈতিক আলোচনার বাইরে গ্রিনল্যান্ড পর্যটকদের জন্য কেমন

ভ্রমণ ব্যয় বাড়তে পারে ৫ পর্যটন গন্তব্যে

ভ্রমণে যাওয়ার আগে জানুন এ বছরের ট্রেন্ড

২০২৬ সালে এশিয়ার সেরা দুই ‘ফুড ডেস্টিনেশন’