হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

থ্রেডসের দৈনিক সক্রিয় ব্যবহারকারী এখন ১০ কোটি

২০২৫ সালের শুরুতে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষা শুরু করতে পারে মেটা। ছবি: পেক্সেলস

প্রতিদিন ১০ কোটিরও বেশি মানুষ থ্রেডস ব্যবহার করেন বলে জানালেন মেটার প্রধান নির্বাহী মার্ক জাকারবার্গ। গত বছর প্ল্যাটফর্মটি চালু হওয়ার পর থেকেই এর ব্যবহারকারী দ্রুত বাড়ছে। সম্প্রতি ৩০ কোটি ব্যবহারকারীর মাইলফলকও অতিক্রম করেছে মেটার মাইক্রোব্লগিং প্ল্যাটফর্ম থ্রেডস।

গত সোমবার জাকারবার্গ জানান, থ্রেডসে বর্তমানে ১০ কোটি দৈনিক সক্রিয় ব্যবহারকারী রয়েছেন এবং মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ৩০ কোটিতে পৌঁছেছে, যা নভেম্বরের ২৭৫ মিলিয়ন থেকে বেড়ে গেছে।

থ্রেডসের পক্ষ থেকে মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা নিয়মিত হালনাগাদ করা হলেও এটি প্রথমবারের মতো দৈনিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা প্রকাশ করল।

গত এক মাসে মেটা ব্লুস্কাইয়ের মতো প্রতিদ্বন্দ্বী সামাজিক নেটওয়ার্কের সঙ্গে পাল্লা দিয়ে ব্যবহারকারীদের আকৃষ্ট করতে বিভিন্ন নতুন ফিচার প্রকাশ করেছে। মে মাস পর্যন্ত এক্স ৬০০ মিলিয়ন মাসিক ব্যবহারকারীর তথ্য দিয়েছে, আর ব্লুস্কাই সম্প্রতি ২৫ মিলিয়ন ব্যবহারকারী অতিক্রম করেছে। এক্স থেকে ব্যবহারকারীদের চলে আসায় থ্রেডসও লাভবান হচ্ছে।

বিভিন্ন তথ্যসূত্র অনুসারে, ২০২৫ সালের শুরুতে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষা শুরু করতে পারে মেটা। এর আগে জাকারবার্গ বলেছিলেন যে, থ্রেডস যদি এক বিলিয়ন ব্যবহারকারী পার করে, তবে মোনেটাইজেশন প্রক্রিয়া চালু করতে পারে।

ব্লুস্কাই দাবি করছে, এটি থ্রেডস এবং এক্সের তুলনায় কনটেন্ট প্রকাশকদের কাছে তিন গুণ বেশি ট্র্যাফিক পৌঁছে দেয়।

গত মাসে ইনস্টাগ্রামের প্রধান অ্যাডাম মোসেরি জানিয়েছিলেন গত তিন মাস ধরে থ্রেডসে প্রতিদিন গড়ে এক মিলিয়ন বা ১০ লাখ নতুন ব্যবহারকারী যুক্ত হচ্ছে।

নতুন ব্যবহারকারীদের আকর্ষণ করতে থ্রেডস কিছু নতুন ফিচার এনেছে, যেমন কাস্টম ফিড, নতুন ব্যবহারকারীদের জন্য স্টার্টার প্যাক অব অ্যাকাউন্ট এবং ডিফল্ট ফিড পরিবর্তন করার অপশন।

এ ছাড়া থ্রেডসের বর্তমান জনপ্রিয়তা কাজে লাগিয়ে মেটা ভবিষ্যতে বড় ধরনের পরিবর্তন আনতে পারে। ‘দ্য ইনফরমেশন’ নামের একটি প্রতিবেদনে জানানো হয়েছে, ২০২৫ সালের শুরুতে থ্রেডসে বিজ্ঞাপন পরীক্ষামূলকভাবে চালু করার পরিকল্পনা রয়েছে। বেশ কিছু সূত্রের মতে, মেটা এই পদক্ষেপের মাধ্যমে থ্রেডসের সফলতা আরও ত্বরান্বিত করার চেষ্টা করবে।

তার প্রতিদ্বন্দ্বী ব্লুস্কাই বর্তমানে বিজ্ঞাপন ছাড়া নীতি অনুসরণ করছে। তবে এটি একটি পেইড সাবস্ক্রিপশন মডেল পরীক্ষা করছে, যার মধ্যে থাকবে দীর্ঘ ভিডিও আপলোডের সুবিধা, কাস্টমাইজেবল অ্যাপ আইকন, প্রোফাইল ব্যাজ এবং প্রোফাইল পারসোনালাইজেশন টুলস।

তথ্যসূত্র:টেকক্রাঞ্চ

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক