হোম > জীবনধারা > সোশ্যাল মিডিয়া

ডলার সংকটে অনলাইনে গেম ও অ্যাপ কেনা নিষিদ্ধ করল পাকিস্তান

প্রযুক্তি ডেস্ক

টেলিযোগাযোগ সংস্থাগুলো থেকে এয়ারটাইম ব্যবহার করে অনলাইন ভিডিও গেম ও মোবাইল অ্যাপ কেনার সুবিধা বন্ধ করেছে পাকিস্তান। মূলত বৈদেশিক মুদ্রার রিজার্ভ কমে যাওয়ায় এই সিদ্ধান্ত নিয়েছে দেশটি। 

পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক এক বিবৃতিতে জানিয়েছে, টেলিকম সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোকে নিজেদের আইটি পরিষেবায় খরচের অনুমতি দেয় সরকার। তবে সেই ব্যবস্থার অধীনে গ্রাহকদেরও অর্থ খরচের সুযোগ দিয়ে আইনের লঙ্ঘন করছিল টেলিকম সেবা প্রদানকারীরা। নিয়ন্ত্রক সংস্থা টেলিকম অপারেটরদের লেনদেন এবং তাদের অনুরোধ পুনরায় জমা দেওয়ার সুযোগ বন্ধ করে দিয়েছে। 

ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ এশিয়ার দেশটি ডলারের ঘাটতিসহ বিভিন্ন চাপ মোকাবিলা করছে। দেশটির বৈদেশিক মুদ্রার রিজার্ভ দিয়ে মাত্র এক মাসের আমদানির ব্যয় বহন করা সম্ভব। যেখানে ন্যূনতম তিন মাসের আমদানি ব্যয় মেটানোর মতো রিজার্ভ থাকাটা অর্থনীতিতে নিরাপদ অবস্থা বলে মনে করা হয়। 

পাকিস্তান ঘাটতি মোকাবিলায় ডলার খরচ এবং আমদানি সীমিত করছে। যন্ত্রাংশ আমদানি করতে পারেনি বলে হোন্ডা মোটর এবং টয়োটা মোটরের স্থানীয় ইউনিটসহ অটোমোবাইল কোম্পানিগুলো এ বছর বেশ সপ্তাহ ধরে বন্ধ ছিল। 

এর আগে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক দ্য নিউজের একটি প্রতিবেদনের প্রতিক্রিয়ায় একটি বিবৃতি দিয়েছে। প্রতিবেদনটিতে বলা হয়, পাকিস্তান ফেসবুক, গুগল, আমাজনের মতো আন্তর্জাতিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠাগুলোতে পেমেন্টের সুবিধা বন্ধ রেখেছে। তবে কেন্দ্রীয় ব্যাংক বিবৃতিতে এই তথ্য অস্বীকার করেছে। 

সোশ্যাল মিডিয়ায় বয়ফ্রেন্ডকে আড়ালে রাখছেন তরুণীরা, এই প্রবণতার মানে কী

সবচেয়ে প্রভাবশালী ৪ মিডিয়ার লাগাম এখন ৪ শীর্ষ ধনীর হাতে

বিনোদনের জন্য নিজের ডিপফেইক ভিডিও তৈরি করে দেবে ‘সোরা’

ফেসবুকে নতুন ফিচার ‘ফ্যান চ্যালেঞ্জ’, ব্যবহারে যে লাভ

শৈশবের নিজেকে কাছে পেলে কেমন হবে অনুভূতি

বিয়ে করেছেন ‘আংকেল রজার’, কনে বাংলাদেশি বংশোদ্ভূত সাবরিনা

তরুণদের মধ্যে নিজস্ব পাঠ্যক্রমে বই পড়ার প্রবণতা বাড়ছে

২০৫০ সাল নাগাদ ইনফ্লুয়েন্সারদের চেহারা কেমন হবে, ধারণা দিলেন গবেষকেরা

মার্ক জাকারবার্গ বনাম মার্ক জাকারবার্গ: নাম নিয়ে যুক্তরাষ্ট্রে চলছে আইনি লড়াই

টিকটক মাতাচ্ছেন মার্কিন বাহিনীর তরুণী সেনারা, নিরাপত্তাঝুঁকি নিয়ে বিতর্ক