হোম > জীবনধারা > রূপবটিকা

কোল্ড প্রেস কোকোনাট অয়েল ব্যবহার করুন

শোভন সাহা

শোভন সাহা। ছবি: সংগৃহীত

প্রশ্ন: আমার গলা, ঘাড়ে ও পিঠে কিছু কালো ছোপ রয়েছে। দাগমুক্ত ত্বকের জন্য কী করতে পারি? নুসরাত জাহান, জয়পুরহাট

উত্তর: যেখানে কালো ছোপ রয়েছে, সেখানে বায়োহাইড্রা, পিল ইত্যাদি ব্যবহার করতে হতে পারে। তাই কসমেটোলজিস্টের সঙ্গে যোগাযোগ করুন। তবে ঘরোয়া উপায়ে নিয়মিত যত্ন নিতে পারেন। আলু ও শসার রস এ ধরনের দাগের ওপর ব্যবহারে সুফল পাওয়া যায় অনেক সময়।

প্রশ্ন: আন্ডার আর্ম, হাঁটু, কান ও গোড়ালির অংশ কীভাবে দাগমুক্ত রাখব? সংবেদনশীল ত্বক, তাই স্ক্রাব কম ব্যবহার করি। নাম প্রকাশে অনিচ্ছুক, ঢাকা

উত্তর: এই অংশগুলোতে ডিপিগমেন্ট সেরাম, লোশন ও সানব্লক নিয়মিত ব্যবহার করতে হবে। এ ছাড়া গোসলের সময় নিয়মিত এসব জায়গা পরিষ্কার করতে হবে।

প্রশ্ন: আমার ত্বক এই গরমেও খুব শুষ্ক হয়ে উঠছে। কীভাবে ত্বকের যত্ন নেব? প্রফুল্ল দে, ঢাকা।

উত্তর: কোল্ড প্রেস কোকোনাট অয়েল স্নানের শেষে হালকা করে সারা শরীরে লাগিয়ে নিতে পারেন। এতে সারা দিন শরীর আর্দ্র থাকবে।

পরামর্শ দিয়েছেন: কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

শীতে ময়শ্চারাইজার ব্যবহারের পাশাপাশি খেতে হবে এই কয়েকটি খাবার

অনুষ্ঠানের আগে ত্বকের যত্ন নেবেন যেভাবে

২০২৬ সালে লিপস্টিকের যে ৫টি ট্রেন্ড জনপ্রিয় হবে

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার