হোম > জীবনধারা > রূপবটিকা

ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়

শারমিন কচি

ব্লিচ ও ফেয়ার পলিশের মধ্য়ে পার্থক্য কী? কোনটা ত্বকের জন্য ভালো? তৈলাক্ত ত্বকের ক্ষেত্রে কোনটা করা ভালো?
সাইয়ারা পারভীন, বগুড়া

মুখে ব্লিচ করাকে শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট বলা যেতে পারে। চটপট মুখে গ্লো আনতে এবং পরিষ্কার ঝকঝকে ত্বকের জন্য মুখে ব্লিচ করা হয়। অন্যদিকে ফেয়ার পলিশ শতভাগ রাসায়নিক ট্রিটমেন্ট নয়। রাসায়নিক উপাদানের সঙ্গে কিছু প্রাকৃতিক উপাদান মিশিয়ে ফেয়ার পলিশের প্যাক তৈরি করা হয়। তৈলাক্ত ত্বকে ফেয়ার পলিশ করা যেতে পারে।

আমার বয়স ৩০ বছর। নাকের দুপাশে রোমকূপ অনেক বড় হয়ে গেছে। আয়নায় তাকালে সেগুলো অনেক বড় দেখা যায়। কী করে রোমকূপ ছোট করা যাবে?
সুস্মিতা, রাজশাহী

নাকের পাশের রোমকূপের মুখ বড় হয়ে গেলে ১ চামচ ওটমিল পাউডারের সঙ্গে আধা চামচ পাতিলেবুর রস সামান্য পানি মিশিয়ে লাগিয়ে দিন। তার ২০ মিনিট পর ধুয়ে ফেলুন। নাকের ত্বক মসৃণ করতে ১ চা-চামচ মধু, ১০ ফোঁটা লেবুর রস, ২ চা-চামচ গাজরের রস এবং ১ চা-চামচ বেসন একসঙ্গে মিশিয়ে প্যাক বানিয়ে লাগিয়ে রাখুন। ২০ মিনিট রেখে ঠান্ডা পানির ঝাপটায় ধুয়ে ফেলুন।

পরামর্শ দিয়েছেন: শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক

শীতে শুষ্ক চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট

সামনেই বিয়ে? ত্বকের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই