হোম > জীবনধারা > রূপবটিকা

অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে

প্রশ্ন: লিপস্টিক পরার কারণে ঠোঁট যদি কালচে হয়ে যায়, তাহলে সমাধান কী?
হোসনে আরা মিতা, কুমিল্লা

এখন ম্যাট লিপস্টিক ব্যবহারের দিকে ঝুঁকছেন তরুণীরা। এই লিপস্টিকের সুবিধাও রয়েছে। একবার ঠোঁটে বুলিয়ে নিলে সারা দিন আর ভাবতে হয় না। তবে এই লিপস্টিক রোজ ব্যবহারের ফলে ঠোঁটে একটা কালচে ভাব চলে আসে। সে জন্য সপ্তাহে দুই থেকে তিন দিন ঠোঁটের যত্ন নিতে হবে। বাইরে থেকে ফিরে অলিভ অয়েল ম্যাসাজ করে লিপস্টিক তুলতে হবে। মুখ ধোয়ার পর লিপবাম লাগাতে হবে।
সপ্তাহে দুই দিন চিনির সঙ্গে লেবুর রস মিশিয়ে ঠোঁট স্ক্র্যাব করলে উপকার পাওয়া যায়। দুধের সরের সঙ্গে মধু মিশিয়ে ঠোঁটে লাগালে কালচে ভাব ধীরে ধীরে কেটে যাবে।

প্রশ্ন:  ত্বক খুব শুষ্ক হয়ে উঠছে। কী করব?
হ্যাপি আক্তার, কেরানীগঞ্জ

স্নান বা ত্বক পরিষ্কার করার পরপরই ত্বকে ময়শ্চারাইজার লাগাতে হবে। যাঁরা দিনের বেশির ভাগ সময় শীতাতপনিয়ন্ত্রিত ঘরে থাকেন, তাঁদের একটু বেশি ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে। কারণ, সারাক্ষণ এসির নিচে থাকলে ত্বক শুষ্ক হয়ে পড়ে। ফলে রাতে একটু বেশি করে ময়শ্চারাইজার ত্বকে লাগিয়ে ঘুমাতে গেলে ত্বক সুন্দর থাকবে।

শারমিন কচি, রূপবিশেষজ্ঞ ও বিন্দিয়া এক্সক্লুসিভ কেয়ারের স্বত্বাধিকারী

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক

শীতে শুষ্ক চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট

সামনেই বিয়ে? ত্বকের প্রস্তুতি শুরু হোক এখন থেকেই