হোম > জীবনধারা > রূপবটিকা

আফটার শেভ লোশন ত্বক শুষ্ক করে তোলে

শোভন সাহা

প্রশ্ন: ঈদের ঠিক কত দিন আগে ভ্রু প্লাক ও চুল কাটানো উচিত? ফেসিয়াল ঠিক কত দিন আগে করলে ভালো হয়?

নাম প্রকাশে অনিচ্ছুক, চট্টগ্রাম

উত্তর: অনেকের ভ্রু দ্রুত গজায়। সে ক্ষেত্রে উৎসবের এক থেকে দুই দিন আগে ভ্রু প্লাক করা ভালো। অন্যদিকে তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগেও চুল কাটানো যেতে পারে। ফেসিয়ালের ক্ষেত্রে বলব, উৎসব বা কোনো অনুষ্ঠানের তিন থেকে চার দিন বা এক সপ্তাহ আগে করলে ভালো হয়। বিশেষ দিনের ঠিক আগের দিন ফেসিয়াল করতে যাবেন না। কারণ সংবেদনশীল ত্বক হলে তাতে নানা ধরনের সমস্যা দেখা দিতে পারে।

প্রশ্ন: প্রতিবার দাড়ি শেভ করার পর চুলকানি ও ত্বকে টান টান সমস্যা অনুভব করি। ত্বক বোধ হয় একটু শুষ্ক। আবার কি কোনো সেরাম বা বিশেষ কোনো ময়শ্চারাইজার ব্যবহার করতে হবে?

রাতুল রানা, মাদারীপুর

দাড়ি শেভ করার পর আপনি অবশ্যই আফটার শেভ বাম ব্যবহার করবেন। এখানে একটু বলে রাখছি, আফটার শেভ লোশন আপনার জন্য ভালো হবে না। কারণ এই লোশন ত্বক শুষ্ক করে তোলে। বাজারে আফটার শেভ বাম কিনতে পাওয়া যায়, এতে ময়শ্চারাইজার থাকে। ফলে এটা ব্যবহারে আপনার ত্বক আরাম পাবে এবং সমস্যার দ্রুত সমাধান হবে।

পরামর্শ: শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার 

চিঠি পাঠানোর ঠিকানা
বিভাগীয় সম্পাদক
লাইফস্টাইল (রূপ বটিকা)
আজকের পত্রিকা
বাড়ি-৮, সড়ক-২, ব্লক-সি, বনশ্রী, রামপুরা, ঢাকা-১২১৯।
ই-মেইল: aj@ajkerpatrika.com

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক

শীতে শুষ্ক চুলের যত্নে সেরা স্যালন ট্রিটমেন্ট