হোম > জীবনধারা > রূপবটিকা

মাথার ত্বকে তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে

শোভন সাহা

প্রশ্ন:তৈলাক্ত ত্বকে অতিরিক্ত ব্রণ ওঠে। এ থেকে রক্ষা পাওয়ার কোনো চিকিৎসা আছে?  
উত্তর: তৈলাক্ত ত্বক থেকে মুক্তি পেতে মাথার ত্বকও ভালোভাবে দেখতে হবে। স্ক্যাল্প বা মাথার ত্বকে অনেক তৈলাক্ত ভাব থাকলে তা মুখেও আসবে। তাই মাথার ত্বক আর মুখমণ্ডল—দুটোই সব সময় পরিষ্কার রাখতে হবে। বেশি সমস্যা হলে বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে। ঘরোয়াভাবে মুলতানি মাটি, কমলার রস আর ওটস মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করা যেতে পারে।

প্রশ্ন:মরা চামড়া উঠে থাকা শুষ্ক ঠোঁটে লিপস্টিক ব্যবহারের আগে কী করা উচিত? 

উত্তর: লিপস্টিক ব্যবহারের আগে ঠোঁটে ভালো করে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে রাখুন। এরপর টিস্যু দিয়ে মুছে লিপস্টিক লাগান। আইসিং সুগার দিয়ে মাঝে মাঝে ঠোঁট স্ক্রাব করতে পারেন।

প্রশ্ন: বিভিন্ন কারণে কারও কারও মাথার ত্বক প্রচুর ঘামে। নিয়মিত শ্যাম্পু করলেও চুল থেকে একধরনের দুর্গন্ধ আসে। চুলে তরতাজা ভাব আনতে কী করবেন?

উত্তর: চুলে হারবাল তেলের প্যাক লাগালে বাজে গন্ধ হবে। ভালো মানের শ্যাম্পু বেশি করে দিয়ে চুল খুব ভালোভাবে পরিষ্কার করে নিন। এর পর চুল শুকিয়ে ব্রাশ করে নিন।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার 

২০২৬ সালে লিপস্টিকের যে ৫টি ট্রেন্ড জনপ্রিয় হবে

কোলাজেন ট্রিটমেন্ট স্ট্রেচ মার্ক কমায়

স্কিন টাইপ বা ত্বকের ধরন জানা কেন জরুরি: সুস্থ ত্বকের প্রথম ধাপ

শীতে ত্বক সজীব ও ব্রণ দূর করতে ব্যবহার করুন বেসনে তৈরি এ প্যাকগুলো

রাশি অনুযায়ী ত্বকের যত্ন নিচ্ছেন তো

শীতে চামড়া বা কাপড়ের জুতা পরুন

শীতের রোদে ত্বক পুড়েছে? গোসলের সময় এই প্যাকগুলো ব্যবহারে মিলবে উপকার

শীতকালে শুষ্ক ত্বকের যত্নের সহজ প্রতিকার

ত্বক টান টান আর উজ্জ্বল রাখতে চান? ব্যবহার করুন এই ঘরোয়া ফেসপ্যাকগুলো

উজ্জ্বল ত্বক পেতে ঘরেই বানান চকলেট ফেস মাস্ক