হোম > জীবনধারা > ফ্যাশন

স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে তারকাদের চোখ ঝলসানো পোশাক

জীবনধারা ডেস্ক

সম্প্রতি অনুষ্ঠিত হয়ে গেল ৩০তম ‘স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ড’-এর আসর। শনিবার (২৪ ফেব্রুয়ারি) রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বসেছিল এবারের আসর। স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডে (এসএজি) এই বছর বাজিমাত করেছে ‘ওপেনহাইমার’ ও ‘দ্য বিয়ার’। একাধিক বিভাগে পুরস্কার নিজেদের ঝুলিতে ভরেছে চলচ্চিত্র দুটি। তবে এবার খালি হাতে ফিরেছে আরেক আলোচিত সিনেমা ‘বার্বি’।

হলিউডের পুরস্কার মঞ্চে এসএজিকে বলা হয় অস্কারের পূর্বাভাস। সাধারণত যে অভিনয়শিল্পীরা এসএজি জেতেন তাঁদের হাতেই ওঠে বর্ষসেরার সম্মাননা।

আগামী ১০ মার্চ বসবে অস্কারের আসর। কিন্তু পুরস্কার দেওয়া-নেওয়ার এই অনুষ্ঠানগুলোয় চোখ ধাঁধানোর তো আরও অনেক ব্যাপার থাকেই। যেখানে তারকাদের আনাগোনা থাকে, সেখানেই থাকে গ্ল্যামারাস লুক ও আউটফিটের চোখ ঝলসানো সব প্রস্তুতি। এসএজির এই আসরেও তার ব্যতিক্রম ঘটেনি।

বার্বিখ্যাত তারকা মারগট রবি স্ক্রিন অ্যাক্টরস গিল্ড অ্যাওয়ার্ডের আসরে উপস্থিত হয়েছিলেন ২০২০-এর ফল উইন্টার হাউট কোচর কালেকশনের কালো ও গোলাপি গাউন পরে।

সর্ব বাঁয়ে অ্যান হাথাওয়েকে দেখে সবার চোখ জুড়িয়েছিল শীতল আবেশে। রয়্যাল ব্লু রঙের ভিনটেজ ফিটিং গাউনে ধরা দিয়েছিলেন তিনি। ভারসাচির এই গাউনটির সঙ্গে পায়ে গলিয়েছিলেন রূপালিরঙা হাইহিল। মাঝে প্রাডার চকো-কফিরঙা গাউনে মেরিল স্ট্রিপ ও সবশেষে লুই ভিতোঁর টকটকে লালরঙা গাউনে দেখা যাচ্ছে এমিলি ব্লান্টকে।

আমেরিকান স্ট্যান্ডআপ কমেডিয়ান আলি অং এসএজির এই আসরে হাজির হয়েছিলেন রুপালি অর্নামেন্টেশনের কালো গাউনে। গাউনটি ডাচ ডিজাইনার আইরিশ ভ্যান হারপেনের নিজস্ব লেবেল থেকে নেওয়া।

অস্ট্রেলিয়ান অভিনেত্রী এলিজাবেথ ডেবিকি উপস্থিত হয়েছিলেন আরমানির বরফ-নীল ওমব্রে গাউন পরে। গাউনজুড়ে ফুলেল নকশা এমব্রয়ডারি করা ছিল।

লাস্যময়ী সেলেনা গোমেজকে দেখা গেছে ভারসাচির মাখনরঙা চকচকে কোমল স্লিভলেস গাউনে।

জেনিফার অ্যানিস্টোন আলো ছড়াচ্ছিলেন ফরাসি লাক্সারি ফ্যাশন হাউস সেলিনের স্লিপ ড্রেসে।

অভিনেত্রী লিলি গ্ল্যাডস্টোন পরেছিলেন আরমানির চেরিরঙা মেঝে পর্যন্ত লম্বা ফ্ল্যাপার স্টাইল গাউন।

এমা স্টোন পরেছিলেন লুই ভিতোঁর পালক ও ক্রিস্টাল বসানো এমব্রয়ডারি করা গাউন।

‘দ্য লিটল মারমেইড’ খ্যাত হলিউড অভিনেত্রী হ্যালি বেইলিও উপস্থিত ছিলেন এই আসরে। তিনি হাজির হয়েছিলেন লিটল মারমেইড রূপেই। বেইলির পরনে ছিল ডলচে অ্যান্ড গাবানার মেরুনরঙা ফিশটেইল গাউন।

আমেরিকান অভিনেতা জেরেমি অ্যালেনকে উপস্থিত হতে দেখা গেছে সেন্ট লেরন্টের ক্রিমরঙা স্যুটে।

সূত্র ও ছবি: সিএনএন

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে

‘প্রিন্ট আগের থেকে অনেক শক্তিশালী’, নতুন ম্যাগাজিন আনলেন ভোগের সাবেক সম্পাদক