হোম > জীবনধারা > সাজসজ্জা

রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়

শোভন সাহা

আমার চুল মোটামুটি ঘন; তবে একটু ঢেউখেলানো। চুল রিবন্ডিং করতে চাই। অনেকে বলছেন, কেরাটিন ট্রিটমেন্ট নিলে চুল স্ট্রেট দেখাবে। কেরাটিন নাকি রিবন্ডিং—কোনটা করানো উচিত হবে?
ওয়ালিমা সাবেরা, দিনাজপুর

রিবন্ডিংয়ে চুল পার্মানেন্ট স্ট্রেট হয়ে যায়। কেরাটিনে ছয় থেকে সাত মাস স্ট্রেট থাকে। এরপর আবার আগের মতো হয়ে যায়। তাই আপনার প্রয়োজন বুঝে এক্সপার্টের সঙ্গে কথা বলে রিবন্ডিং বা কেরাটিন করে ফেলতে পারেন।

ব্লিচ ও ফেয়ার পলিশ না করে ত্বকের উজ্জ্বলতা কীভাবে ধরে রাখতে পারি?
সুষমা আক্তার, কুমিল্লা

সানব্লক ব্যবহার করুন নিয়মিত। টমেটো বা আলুর রস ব্যবহার করতে পারেন ফেইসপ্যাকের সঙ্গে।

আমার মায়ের পা ফেটে গেছে। প্রতিদিন রাতে পেট্রোলিয়াম জেলি লাগিয়ে ঘুমান। ওনার ডায়াবেটিস আছে। কীভাবে এই সমস্যার সমাধান পেতে পারি?
দীনা দিদার, কাপাসিয়া

শুধু পেট্রোলিয়াম জেলি দিয়ে সারানো যাবে না। এর জন্য ডার্মাটোলজিস্টের পরামর্শ মেনে ভালো ফুট ক্রিম ব্যবহার করতে হবে বলে মনে হচ্ছে। তা ছাড়া এ ধরনের পায়ের ফাটা সারাতে বিশেষ পেডিকিওর ট্রিটমেন্ট আছে। যেহেতু ওনার ডায়াবেটিস আছে, সেহেতু ডাক্তারের পরামর্শ নিতে হবে আগে।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে