হোম > জীবনধারা > সাজসজ্জা

চোখের পাতায় বিজয়ের রং

একঘেয়ে চোখসাজের দিন শেষ। উৎসবের সাজে চোখ সাজাতে নজর দেওয়া চাই চলতি ট্রেন্ডে। আবার ঋতুর কথা ভুললে চলবে কেন? শীতল হাওয়া যখন বইছে চারদিকে, তখন চোখের সাজেই উষ্ণতা খুঁজে নিন। তা ছাড়া শীতের কাপড়ে যখন উৎসবের রঙিন পোশাক আধখানি ঢেকেই রয়েছে, তখন সাজসজ্জার পর্বটা চোখের পাতায় সেরে নেওয়াই ভালো নয় কি! লাল ও সবুজ রঙে কীভাবে চোখ সাজাবেন, সেই পরামর্শ দিয়েছেন শোভন মেকওভারের স্বত্বাধিকারী ও কসমেটোলজিস্ট শোভন সাহা। লিখেছেন সানজিদা সামরিন

আপার আইলিডে সমৃদ্ধির সবুজ
পোশাক যদি হয় একরঙা বা প্রিন্টের সবুজ, তাহলে চোখের ওপরের পাতাজুড়ে সবুজ আইশ্যাডো ব্রাশ করে নিতে পারেন। শিমারি হলে খুব ভালো দেখাবে। ম্যাটও মন্দ হবে না, যদি ফলস আইল্যাশ পরে মাসকারা বুলিয়ে নেওয়া যায়। চোখের ওপরের পাতায় ফেলিন স্টাইলে আইলাইনার বুলিয়ে নিতে পারেন। কনট্রাস্ট বজায় রাখতে ঠোঁটে ও গালে হালকা গোলাপি, পিচ বা ন্যুড রঙের লিপস্টিক ও ব্লাশন বুলিয়ে নিতে পারেন।

চোখের পাতায় শক্তির লাল
চোখের পাতাজুড়ে লাল রঙের আইশ্যাডো দেওয়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ হবে না; বরং চোখের পাতায় সবুজের কোনো শেড বুলিয়ে ক্রিজ ডিফাইন করতে পারেন লাল বা মেরুন রঙের আইলাইনার দিয়ে। এ ক্ষেত্রে ঠোঁটে লাল লিপস্টিক পরা যেতে পারে। চোখ ফোকাসে রাখতে চাইলে ঠোঁটে বুলিয়ে নিন ন্য়ুড শেডের কোনো লিপ কালার। 

লাইনিংয়েই কাজ সারা
সবুজ: শুধু কালারফুল আইলাইনার বা কাজল দিয়েই কিন্তু চোখ সাজাতে পারেন। সবুজ আই পেনসিল বা লাইনার দিয়ে চোখের ওপরে উইংস টেনে নিতে 
পারেন। ভ্রুর নিচে একটু হাইলাইটার বুলিয়ে নিন। মেকআপ শেষ করুন ঠোঁটে কুল টোনের লিপস্টিক দিয়ে। এই চোখের সাজের সঙ্গে একরঙা সাটিনের সবুজ কোনো শেডের পোশাক ভালো লাগবে।

লাল: লাল রঙের কোনো শেডের আই পেনসিল দিয়ে চোখের ওপর মোটা করে রেখা টানুন। শিমারি লাল আইশ্যাডো এক কোট বুলিয়ে নিন এই রেখার ওপর। কালো রঙের আইলাইনার দিয়ে চিকন রেখা টেনে নিন চোখের ওপর। এবার লাল লিপস্টিক বুলিয়ে নিন ঠোঁটে।

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে