হোম > জীবনধারা > সাজসজ্জা

বছরে অন্তত চারবার চুল ট্রিম করুন

প্রশ্ন: কত দিন পরপর চুলের আগা ছাঁটা উচিত? চুলের আগা ফ্যাকাশে হয়ে যাওয়া থেকে বাঁচাতে কীভাবে যত্ন নেওয়া যেতে পারে?
উত্তর: প্রতি মাসেই একবার চুল ট্রিম করা উচিত। তবে প্রতি মাসে যদি সম্ভব না হয়, তাহলে বছরে অন্তত চারবার ট্রিম করলে চুল ভালো থাকবে। চুলের ফ্যাকাশে ভাব দূর করতে ভালো মানের শ্যাম্পু ও কন্ডিশনার ব্যবহার করতে হবে। চুলে নিয়মিত সেরাম ব্যবহার করতে হবে। চুল ফ্যাকাশে হয়ে গেলে ভেজা চুলে একবার সেরাম ব্যবহারের পর শুকিয়ে গেলে আবার এক বা দুই ধাপে সেরাম ব্যবহার করতে হবে।

প্রশ্ন:নিয়মিত শ্যাম্পু করার পরও মাথার ত্বকে র‍্যাশের মতো থাকলে কী করতে হবে?
উত্তর: স্ক্যাল্প বা মাথার ত্বকে র‍্যাশ হলে কিছুদিন নিম তেল ব্যবহার করা যেতে পারে। তাতে সমস্যার সমাধান না হলে ত্বকবিশেষজ্ঞের শরণাপন্ন হতে হবে।

প্রশ্ন: চুল মসৃণ করার জন্য কী করা প্রয়োজন?
উত্তর: চুল মসৃণ করতে প্রফেশনাল শ্যাম্পু ব্যবহার করা যেতে পারে। কোনো হেয়ার এক্সপার্টকে দেখিয়ে প্রয়োজনীয় পরামর্শ নেওয়া যেতে পারে। এ ছাড়া মাসে একবার হেয়ার স্পা করলেও চুল ভালো থাকবে।

পরামর্শ দিয়েছেন, শোভন সাহা, কসমেটোলজিস্ট, শোভন মেকওভার

বর্ষবরণে যেসব শুভ রঙে নিজেকে সাজাতে পারেন

ছোট ঘর সাজান মাল্টিফাংশনাল আসবাবে

২০২৫ সালের বিয়ের সাজে যা কিছু এল এবং গেল

উৎসবে ঘরের আবহ বদলে দেবে আলোর ব্যবহার

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন