হোম > জীবনধারা > সাজসজ্জা

ত্বকের ক্লান্তি দূর ৫ উপায়ে

অফিস থেকে বাড়ি ফিরেই তড়িঘড়ি—দাওয়াতে যেতে হবে। ওদিকে সারা দিনের স্ট্রেসে ত্বক নিষ্প্রভ দেখাচ্ছে। বেশ সময় নিয়ে ত্বকচর্চা করার উপায়ও তো নেই, তাহলে? ঝটপট ত্বকের ক্লান্তি দূর করতে কয়েকটা টোটকা জেনে নিলেই সমস্যা থেকে মুক্তি মিলবে।

ফিচার ডেস্ক

গোলাপজল বুলিয়ে নিন

গোলাপজল ত্বককে হাইড্রেটেড রাখে এবং ত্বক উজ্জ্বল করে। মুখ ফেসওয়াশ দিয়ে ধোয়ার পর গোলাপজলে তুলার বল ভিজিয়ে ত্বকে বুলিয়ে নিন। তাৎক্ষণিকভাবে অনেকটা ফ্রেশ দেখাবে। এ ছাড়া গোলাপজলের ঘ্রাণ মেজাজ ভালো করে। ফলে ক্লান্তি কাটাতেও সহায়ক।

লেবুর নির্যাসযুক্ত ফেসওয়াশ ব্যবহার

লেবুর নির্যাসযুক্ত ফেসওয়াশ ত্বক খুব ভালোভাবে পরিষ্কার করে। তা ছাড়া সাইট্রাস এ ফলের সুগন্ধ তরতাজা অনুভূতি আনে।

কফি স্ক্রাবের চমক

কফি স্ক্রাব খুব জলদি ত্বকের সজীবতা ফিরিয়ে আনে। কফির মধ্যকার অ্যান্টি-অক্সিডেন্ট রক্তসঞ্চালন বাড়ায়। ফলে ত্বক প্রাণবন্ত হয়ে ওঠে। এ ছাড়া কফি স্ক্রাব ত্বকের উপরিভাগের মৃত কোষ ঝরায় এবং ত্বকের দাগ হালকা করে।

মুখে বরফপানির ঝাপটা দিন

ত্বকের ক্লান্তি দূর করতে সবচেয়ে সহজ সমাধান বরফ। একটি বাটিতে বেশ কিছু বরফ রেখে তাতে পানি দিন। কিছুক্ষণ পর পানি যখন একেবারে ঠান্ডা হয়ে যাবে, তখন সেই পানি দিয়ে মুখ ধুয়ে নিন। ত্বকের ক্লান্তি দূর হবে।

অলিভ অয়েল ম্যাসাজ করুন

অলিভ অয়েল অ্যান্টি-অক্সিডেন্টসমৃদ্ধ। মুখের ত্বকে খুব অল্প পরিমাণে অলিভ অয়েল আলতো করে ম্যাসাজ করুন। এতে ত্বকের রক্তসঞ্চালন বাড়বে ও ক্লান্তি ভাব কাটবে।

সূত্র: ফেমিনা

ছবি: পেক্সেলস

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে

‘প্রিন্ট আগের থেকে অনেক শক্তিশালী’, নতুন ম্যাগাজিন আনলেন ভোগের সাবেক সম্পাদক

পূজার সাজপোশাক

পূজার আগেই নিখুঁত ত্বক পেতে যত্ন নিন এখন থেকে