হোম > জীবনধারা > ফ্যাশন

ল্যাকমে ফ্যাশন উইকে তৃপ্তি দিমরির চোখ ধাঁধানো রূপ

জীবনধারা ডেস্ক

২০২০ সালে ‘বুলবুল’ চলচ্চিত্রের মাধ্যমে দর্শক মনে জায়গা করে নেন তৃপ্তি দিমরি। সম্প্রতি ‘অ্যানিমেল’ সিনেমায় তৃপ্তি দিমরি অভিনীত স্বল্পদৈর্ঘ্য়ের চরিত্রটি নিয়ে যেমন চর্চা হয়েছে, তেমনি ফের নতুন করে তাঁর প্রেমেও পড়েছে মানুষ। ২০২২ সালে ‘কলা’ চলচ্চিত্রও মনে করিযে দিয়েছে ৩০ বছর বয়সী এই ছিপছিপে তরুণী একেবারে যেনতেন সিনেমায় নাম লেখানোর পাত্রী নন। বলা ভালো, সব ধরনের দর্শকের জন্য তিনি সিনেমা করেন না। খানিকটা উচ্চমার্গীয় ব্যাপারেই মন আছে তাঁর!

১৩ মার্চ থেকে শুরু হয়েছে এফডিসিআই ল্যাকমে ফ্যাশন উইক। গতবার দিল্লিতে এই জনপ্রিয় ফ্যাশন উৎসবের আয়োজন করা হয়েছিল। এবার মুম্বাইয়ে বসেছে ল্যাকমে ফ্যাশন উইক।

রোববার সকাল থেকে ল্যাকমের আসর জমে উঠেছিল বিটাউন তারকাদের পদচারণায়। উপস্থিত ছিলেন তৃপ্তি দিমরিও। ডিজাইনার শান্তনু ও নিখিলের নকশা করা পোশাক পরে হাজির হন তিনি। তৃপ্তি তাঁর ইনস্টা ফলোয়ারদের জন্যও কিছু জমকালো ছবি প্রকাশ করেছেন।

ছবিতে এই বুলবুল তারকাকে দেখা গেছে অফশোল্ডার শিমারি করসেট গাউনে। কোমরে ছিল কালো বেল্ট। হাতে ছিল কুনুইয়ের উপর অবধি কালো নেটের গ্লাভস।

কালো–বাদামি ঢেউ খেলানো চুল একপাশে সিঁথি কেটে ছড়িয়ে রেখেছিলেন। স্মোকি আই মেকআপ ও ঠোঁটের গোলাপি আভাই বলে দিচ্ছিল, মেয়েটি তাঁর সিগনেচার মেকআপেই লাস্য়ময়ী।সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আপনার প্রিয় সাজের সামগ্রী কত দিন নিরাপদ

ফুরিয়ে আসা লিপস্টিকে নতুন প্রসাধনী

ফিরে ফিরে আসে ষাটের দশকের মেকআপ

রাশি মেনে লিপস্টিক পরছেন তো?

এই শীতে চুলের সেরা ৫ রং

দশমীতে ধুতি-পাঞ্জাবির মেলবন্ধন

আটপৌরে লাল-সাদায় পূজার আনন্দসাজ

‘শাড়ির পোকা’ স্বস্তিকার মতো পূজায় সাজুন শাড়িতে

৫ ধাপে শাড়ি পরা সহজ হবে উৎসবে

‘প্রিন্ট আগের থেকে অনেক শক্তিশালী’, নতুন ম্যাগাজিন আনলেন ভোগের সাবেক সম্পাদক