চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ফার্মাসিষ্ট পদে অনুষ্ঠিত লিখিত পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের মৌখিক পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। সূচি অনুযায়ী, ২২ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এতে ৯ জন প্রার্থী অংশ নেবেন।
চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের পরিচালক (প্রশাসন) মো. মমিনুর রশিদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, ২২ জুলাই চট্টগ্রামে অবস্থিত বন্দর ভবনের বোর্ডরুমে বেলা ১১টা থেকে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।
প্রার্থীদের অনুকূলে কোনো ইন্টারভিউ কার্ড পাঠানো হবে না। ইতিপূর্বে সংগৃহীত লিখিত পরীক্ষার প্রবেশপত্রসহ প্রার্থীদেরকে যথাসময়ে মৌখিক পরীক্ষায় উপস্থিত হওয়ার জন্য বিজ্ঞপ্তিতে অনুরোধ করা হয়েছে।
এতে আরও বলা হয়, মৌখিক পরীক্ষার সময় প্রার্থীকে সব সনদের মূল কপি সঙ্গে আনতে হবে এবং একসেট সত্যায়িত ফটোকপি দাখিল করতে হবে। পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো টিএ/ডিএ প্রদান করা হবে না।