হোম > চাকরি > ব্যাংক

তথ্যপ্রযুক্তি পরামর্শক নেবে অগ্রণী ব্যাংক, ৬০ বছরেও আবেদনের সুযোগ

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে অগ্রণী ব্যাংক পিএলসি। প্রতিষ্ঠানটির একটি পদে ১ জনকে নিয়োগ দেওয়া হবে। গত ২৫ সেপ্টেম্বর এই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগ্রহী প্রার্থীরা সরাসরি, ডাকযোগে অথবা ই–মেইলের মাধ্যমে আবেদনপত্র পাঠাতে পারবেন।

পদের নাম: সার্বক্ষণিক তথ্যপ্রযুক্তি পরামর্শক (মহাব্যবস্থাপক সমমান), ১টি।

শিক্ষাগত যোগ্যতা: কম্পিউটার সায়েন্স/কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বা সংশ্লিষ্ট বিষয়ে বিএসসি ইঞ্জিনিয়ারিং ডিগ্রি।

অন্যান্য যোগ্যতা: সংশ্লিষ্ট ক্ষেত্রে কমপক্ষে ১২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এর মধ্যে ৪ বছর সিনিয়র পদে কাজের অভিজ্ঞতা আবশ্যক।

বয়সসীমা: ৪৫–৬০ বছর।

চুক্তির মেয়াদ: ২ বছর (তবে সন্তোষজনক পারফরমেন্স সাপেক্ষে নবায়নযোগ্য)।

বেতন: আলোচনা সাপেক্ষে নির্ধারিত হবে।

আবেদন পদ্ধতি: আগ্রহী প্রার্থীরা সরাসরি বা ডাকযোগে আবেদনপত্র পাঠানোর পাশাপাশি সফট কপি ই-মেইলও করতে হবে। আবেদনপত্রের সঙ্গে সব শিক্ষাগত যোগ্যতার সত্যায়িত সনদ, অভিজ্ঞতা সংক্রান্ত প্রত্যয়নপত্র ও সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আকারের সত্যায়িত ছবি সংযুক্ত করতে হবে। আবেদনপত্র ডাকযোগে পাঠানোর পর আবেদনপত্রের সঙ্গে সংযুক্ত আনুষঙ্গিক কাগজপত্র স্ক্যান করে সফট কপি gmadmin@agranibank.org ঠিকানায় ই-মেইলে অবশ্যই পাঠাতে হবে।

ডাকযোগে আবেদনপত্র পাঠানোর ঠিকানা: ‘মহাব্যবস্থাপক, এইচইআর প্ল্যানিং, এমপ্লয়মেন্ট অ্যান্ড অপারেশনস ডিভিশন, অগ্রণী ব্যাংক পার্টনারশিপ, প্রধান কার্যালয়, ৯/টি, দিলকুশা বা/এ, মতিঝিল, ঢাকা’।

আবেদনের শেষ সময়: ৮ অক্টোবর, ২০২৫।

সূত্র: বিজ্ঞপ্তি

ব্র্যাক ব্যাংকে ম্যানেজার পদে চাকরি, কর্মস্থল ঢাকা

কর্মী নেবে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, নেই বয়সসীমা

ম্যানেজার পদে কর্মী নেবে শাহজালাল ব্যাংক, নেই বয়সসীমা

আল-আরাফাহ ইসলামী ব্যাংকে চাকরি, নেই বয়সসীমা

দক্ষিণ কোরিয়ার বাণিজ্যিক ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

মধুমতি ব্যাংকে চাকরির সুযোগ, কর্মস্থল ঢাকা

অগ্রণী ব্যাংকের সিনিয়র অফিসার পদের ফল প্রকাশ

৯ ব্যাংক ও ২ আর্থিক প্রতিষ্ঠানের পরীক্ষার সূচি প্রকাশ

অফিসার পদে এনআরবিসি ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা