ব্যাংকার্স সিলেকশন কমিটির (বিএসসিএস) সদস্যভুক্ত জনতা ব্যাংক পিএলসিতে ২০২১ সালভিত্তিক সিনিয়র অফিসারের (ফিন্যান্সিয়াল অ্যানালিস্ট) ২১টি শূন্য পদে অনুষ্ঠিত নিয়োগ পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে।
বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। উত্তীর্ণ প্রার্থীদের রোল নম্বর প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে। এতে ২১ প্রার্থী উত্তীর্ণ হয়েছেন।
এর আগে, ২০২৩ সালের ১২ ফেব্রুয়ারি এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। এরপর লিখিত ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হয়।
বিএসসিএসের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, লিখিত ও মৌখিক পরীক্ষায় প্রাপ্ত নম্বরের ভিত্তিতে নিয়োগসংক্রান্ত সর্বশেষ সরকারি বিধিবিধান অনুসরণপূর্বক মেধা ও কোটা অনুসারে প্রণীত প্যানেল থেকে তাঁদের নির্বাচিত করা হয়েছে। নিয়োগসংক্রান্ত পরবর্তী কার্যক্রম সংশ্লিষ্ট ব্যাংক সমাপ্ত করবে।