হোম > চাকরি > ব্যাংক

৫ ব্যাংকের প্রিলিমিনারি পরীক্ষা ১১ জুলাই

চাকরি ডেস্ক 

প্রতীকী ছবি

ব্যাংকার্স সিলেকশন কমিটি সচিবালয়ের সদস্যভুক্ত ৫টি ব্যাংকে ২০২২ সালভিত্তিক ‘অফিসার’ (ক্যাশ) পদে নিয়োগের লক্ষ্যে অনুষ্ঠিতব্য প্রিলিমিনারি (এমসিকিউ) পরীক্ষার সময়সূচি প্রকাশিত হয়েছে। প্রকাশিত সূচি অনুযায়ী, আগামী ১১ জুলাই এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। এ নিয়োগে শূন্য পদের সংখ্যা ৭৮৭টি। বিএসসিএসের পরিচালক মিজানুর রহমান আকন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে, ২০২৩ সালের ২১ ডিসেম্বর এ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়। প্রিলিমিনারি পরীক্ষার বিজ্ঞপ্তিতে এতে বলা হয়, ১ ঘণ্টাব্যাপী ১০০ নম্বরের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরীক্ষার কেন্দ্রের নাম ও সময় বাংলাদেশ ব্যাংকের নিয়োগ-সংক্রান্ত ওয়েবসাইটে যথাসময়ে অবহিত করা হবে। প্রতিষ্ঠানটির অফিশিয়াল বিজ্ঞপ্তিতে বিষয়ভিত্তিক কনটেন্ট ও নম্বর বণ্টন উল্লেখ রয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সুশৃঙ্খলভাবে কেন্দ্রের অভ্যন্তরে প্রবেশ এবং চেকিং কার্যক্রম সম্পন্ন করার জন্য পরীক্ষা শুরুর কমপক্ষে ১ ঘণ্টা আগে পরীক্ষার্থীদেরকে কেন্দ্রে উপস্থিত হতে হবে। পরীক্ষা শুরুর পর কোনো পরীক্ষার্থী কেন্দ্রে প্রবেশ করতে পারবে না। এ ক্ষেত্রে বিলম্বে উপস্থিতির কোনো অজুহাতই গ্রহণযোগ্য হবে না।

প্রবেশপত্র ছাড়া কোনো ধরনের কাগজ, বই, মানিব্যাগ, বোতল, মোবাইল ফোন, ক্যালকুলেটর, ইলেকট্রনিক কার্ড, ডিজিটাল বা স্মার্ট ওয়াচ বা অন্য কোনো ইলেকট্রনিক ডিভাইস নিয়ে পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করা যাবে না।

প্রার্থীদের সতর্ক করে এতে আরও বলা হয়, পরীক্ষা চলাকালে উল্লিখিত কোনো কিছু পাওয়া গেলে কিংবা কোনো ধরনের অসদুপায় অবলম্বনের চেষ্টা করলে ওই পরীক্ষার্থীর পরীক্ষা বাতিলপূর্বক আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রবেশপত্রে কোনোরূপ খসড়া বা কোনো কিছু লেখা যাবে না। পরীক্ষার সময় পরীক্ষার্থীদের উভয় কান দৃশ্যমান রাখতে হবে।

প্রাইম ব্যাংকে চাকরির সুযোগ

মধুমতি ব্যাংকে রিটেইল বিজনেস অ্যাসোসিয়েট পদে চাকরির সুযোগ

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ১০ জানুয়ারি

কর্মী নেবে আল-আরাফাহ্‌ ব্যাংক, লাগবে না অভিজ্ঞতা

ব্যাংক এশিয়ায় চাকরির সুযোগ, আবেদন শেষ ২৪ ডিসেম্বর

সমন্বিত তিন ব্যাংকের পরীক্ষার সূচি প্রকাশ, প্রার্থী ২৯৪৪

অফিসার পদে কর্মী নেবে মিডল্যান্ড ব্যাংক, আবেদন অনলাইনে

স্নাতক পাসে প্রাইম ব্যাংকে চাকরি, কর্মস্থল ঢাকা

ঢাকায় নিয়োগ দেবে ব্যাংক এশিয়া, নেই বয়সসীমা

ক্রেডিট অ্যানালিস্ট পদে কর্মী নেবে ট্রাস্ট ব্যাংক, আবেদন অনলাইনে